জাকার্তা: তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন ক্যারোলিনা মারিন পায়ে চোট পেয়ে সরে দাঁড়ানোয় প্রথমবার ইন্দোনেশিয়া মাস্টার্স চ্যাম্পিয়ন হলেন সাইনা নেহওয়াল। প্রথম গেমেই ম্যাচ শেষ হয়ে যায়। সেই সময় ১০-৪ এগিয়ে ছিলেন মারিন। কিন্তু তাঁর পক্ষে আর খেলা সম্ভব হয়নি।


দুই মরসুম পরে বিডব্লুএফ খেতাব পাওয়ার পর সাইনা বলেছেন, ‘এই বছরটা আমাদের সবার কাছেই গুরুত্বপূর্ণ। কোর্টে কাউকে চোট পেতে দেখা যন্ত্রণার। গত কয়েক বছর ধরে আমিও চোটে ভুগেছি। অলিম্পিকে হাঁটুতে চোট পেয়েছিলাম। আমি অত্যন্ত হতাশ হয়ে পড়েছিলাম। চোট পেলে একজন খেলোয়াড়কে কী পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয় আমি জানি। তবে খেলা এরকমই। আমি আজকের পারফরম্যান্সে সন্তুষ্ট না হলেও, এই প্রতিযোগিতায় যেভাবে খেলেছি তাতে খুশি।’