নয়াদিল্লি: রিও অলিম্পিকে ব্যর্থতার জের৷ বিশ্ব র্যাঙ্কিংয়ে চার ধাপ নেমে ৯ নম্বরে এলেন সাইনা নেহওয়াল৷ অন্যদিকে, অলিম্পিক্সে রুপো জয়ের পরও ১০ নম্বরেই রইলেন পি ভি সিন্ধু৷
চোটের কারণে অলিম্পিক্সে নিজের দ্বিতীয় ম্যাচেই প্রতিযোগিতা থেকে ছিটকে যান বিশ্বের প্রাক্তন ১ নম্বর শাটলার সাইনা। অন্যদিকে, ক্রমতালিকায় উপরের দিকে থাকা শাটলারদের হারিয়ে ফাইনালে ওঠেন সিন্ধু৷ শেষ পর্যন্ত ফাইনালে হার বিশ্বের এক নম্বর ক্যারোলিনা মারিনের কাছে৷ কিন্তু তারপরেও সিন্ধুর র্যাঙ্কিং না বাড়া আশ্চর্যজনক।
ভারতের পুরুষ শাটলার কিদম্বী শ্রীকান্তের অবশ্য র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। রিও অলিম্পিকে সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে ওঠা শ্রীকান্ত একধাপ উঠে এখন ১০ নম্বরে।
সিন্ধু ১০ নম্বরেই, চার ধাপ নামলেন সাইনা
Web Desk, ABP Ananda
Updated at:
25 Aug 2016 01:52 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -