নয়াদিল্লি: রিও অলিম্পিকে ব্যর্থতার জের৷ বিশ্ব র‌্যাঙ্কিংয়ে চার ধাপ নেমে ৯ নম্বরে এলেন সাইনা নেহওয়াল৷ অন্যদিকে, অলিম্পিক্সে রুপো জয়ের পরও ১০ নম্বরেই রইলেন পি ভি সিন্ধু৷

 

চোটের কারণে অলিম্পিক্সে নিজের দ্বিতীয় ম্যাচেই প্রতিযোগিতা থেকে ছিটকে যান বিশ্বের প্রাক্তন ১ নম্বর শাটলার সাইনা। অন্যদিকে, ক্রমতালিকায় উপরের দিকে থাকা শাটলারদের হারিয়ে ফাইনালে ওঠেন সিন্ধু৷ শেষ পর্যন্ত ফাইনালে হার বিশ্বের এক নম্বর ক্যারোলিনা মারিনের কাছে৷ কিন্তু তারপরেও সিন্ধুর র‌্যাঙ্কিং না বাড়া আশ্চর্যজনক।

 

ভারতের পুরুষ শাটলার কিদম্বী শ্রীকান্তের অবশ্য র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। রিও অলিম্পিকে সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে ওঠা শ্রীকান্ত একধাপ উঠে এখন ১০ নম্বরে।