আইওসি-র অ্যাথলিটস কমিশনের সদস্য সাইনা
Web Desk, ABP Ananda | 18 Oct 2016 01:18 PM (IST)
হায়দরাবাদ: ভারতের অন্যতম সেরা মহিলা ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল এবার আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) অ্যাথলিটস কমিশনের সদস্য নির্বাচিত হলেন। আইওসি সভাপতি টমাস বাখ নিজে সাইনাকে চিঠি লিখে এই সম্মান পাওয়ার কথা জানিয়েছেন। ডান হাঁটুর চোট সারিয়ে ফের অনুশীলন শুরু করতে চলেছেন সাইনা। ঠিক সেই সময়ই এই সময়ই আইওসি-র পক্ষ থেকে এই সম্মান পেলেন হায়দরাবাদি শাটলার। সাইনার বাবা হরবীর সিংহ বলেছেন, ‘আমি এই খবর পাওয়ার পর খুব আবেগপ্রবণ হয়ে পড়েছি। আইওসি মনে করছে সাইনা তাদের সাহায্য করতে পারবে। ও চোটের জন্য রিও অলিম্পিকে পদক পায়নি। তবে আমরা ওর জন্য গর্বিত।’