খড়দা: আজ সকালে ব্যস্ত সময়ে উত্তর ২৪ পরগনার খড়দা স্টেশনে রেল অবরোধ করলেন যাত্রীরা। সকাল ৮টা ৪০ মিনিট থেকে ২ নম্বর ডাউন লাইনে রেল অবরোধ শুরু করেন যাত্রীরা। পরে ১ এবং ৩ নম্বর লাইনেও শুরু হয় অবরোধ। এখনও চলছে অবরোধ। ফলে নিত্যযাত্রীরা চরম সমস্যায় পড়েছেন।
অবরোধকারীদের অভিযোগ, সকালে ডাউন ব্যারাকপুর লোকালের প্ল্যাটফর্ম নম্বর ভুল ঘোষণা করা হয়। ফলে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। এর ফলে দুর্ঘটনাও ঘটতে পারত।
ভুল ঘোষণার পরেই শুরু হয় অবরোধ। এই অবরোধের ফলে শিয়ালদা মেন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। রেলের দাবি, সাধারণ বিষয় নিয়ে রেল অবরোধ করেছেন যাত্রীরা। কিন্তু যাত্রীদের অভিযোগ, প্রায়শই রেলের তরফে ভুল প্ল্যাটফর্ম নম্বর ঘোষণা করার কারণে তাঁদের হয়রানির শিকার হতে হয়।
খড়দায় রেল অবরোধ, দুর্ভোগ যাত্রীদের
Web Desk, ABP Ananda
Updated at:
18 Oct 2016 11:09 AM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -