চায়না ওপেন সুপার ১০০০ টুর্নামেন্টের প্রথম রাউন্ডেই ছিটকে গেলেন সাইনা
Web Deask, ABP Ananda | 18 Sep 2019 02:14 PM (IST)
চায়না ওপেন সুপার ১০০০ টুর্নামেন্টের থেকে ছিটকে গেলেন সাইনা নেহওয়াল। বুধবারের এর ওম্যানস সিঙ্গলে থাইল্যান্ডের বুসানন অংবামরাংফানের কাছে প্রথম রাউন্ডেই হারতে হলো ভারতের তারকা শাটলারকে।
নয়াদিল্লি: চায়না ওপেন সুপার ১০০০ টুর্নামেন্টের থেকে ছিটকে গেলেন সাইনা নেহওয়াল। বুধবারের এর ওম্যানস সিঙ্গলে থাইল্যান্ডের বুসানন অংবামরাংফানের কাছে প্রথম রাউন্ডেই হারতে হল ভারতের তারকা শাটলারকে। মাত্র ৪৫ মিনিটের এই খেলায় বুসাননের ফল ছিল ১০-২১ ১৭-২১। এই নিয়ে সাইনা টানা দ্বিতীয়বার এই থাই খেলোয়াড়ের কাছে পরাজিত হলেন। ২৯ বছরের এই শাটলারকে অসুস্থতা সারিয়ে, ফিটনেস নিয়ে ফিরতে বেশ বেগ পেতে হয়েছে। ইন্দোনেশিয়া ওপেনে তিনি জিতলেও বিডব্লুএফ সার্কিটের অপর ফাইনালে উঠতে পারেননি সাইনা। অপরদিকে পি ভি সিন্ধু একদিন পর প্রাক্তন অলিম্পিক চ্যাম্পিয়ন লি জুয়েরুইয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে তাঁর খেলা শুরু করবেন।