মেলবোর্ন: অস্ট্রেলিয়া কমনওয়েলথ গেমসে ভারতীয় দলের হয়ে যাওয়ার পাকা কথা থাকলেও গেমস ভিলেজে ঢোকার অনুমতি পেলেন না বিশ্বের অন্যতম সেরা ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়ালের বাবা হরবীর সিংহ নেহওয়াল। এ নিয়ে একের পর এক টুইটে সাইনা তাঁর হতাশা ব্যক্ত করেছেন।
সাইনা লিখেছেন, ভারত থেকে অস্ট্রেলিয়া রওনা দেওয়ার সময় তাঁর বাবা দলীয় আধিকারিক হিসেবে তাঁদের সঙ্গে ছিলেন। বাবার পুরো খরচও দেন তিনি। এরপরেও গোল্ড কোস্ট গেমস ভিলেজে আসার পর দেখা গেল আধিকারিক তালিকায় তাঁর বাবার নাম নেই। সাইনার সঙ্গে তিনি থাকতেও পারবেন না।
[embed]https://twitter.com/NSaina/status/980812863966134277?ref_src=twsrc%5Etfw&ref_url=https%3A%2F%2Ftimesofindia.indiatimes.com%2Fsports%2Fcommonwealth-games%2Fsaina-nehwal-upset-as-her-father-was-denied-entry-into-cwg-games-village%2Farticleshow%2F63585149.cms&tfw_site=timesofindia[/embed]
এর জবাবে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন টুইট করে বলেছে, হরবীর সিংহ অতিরিক্ত আধিকারিক হিসেবেই ভারতীয় দলে জায়গা পেয়েছেন। কিন্তু আগেই পরিষ্কার করে দেওয়া হয়েছে, যে গেমস ভিলেজে থাকার অনুমতি নেই তাঁর।
কমনওয়েলথ গেমসের নিয়মাবলী অনুযায়ী, খেলোয়াড়দের প্রশিক্ষণ সহযোগী ও ব্যক্তিগত প্রশিক্ষক গেমস ভিলেজে থাকতে পারবেন না। এ জন্য দরকার গেস্ট পাস।
সাইনা কমনওয়েলথ গেমস ফেডারেশনকেও ট্যাগ করেছেন টুইটে, বলেছেন, তাঁর বাবা তাঁর ম্যাচ দেখতে পারবেন না, তাঁর সঙ্গে থাকতেও পারবেন না, এ কী ধরনের আচরণ! বাবা তাঁর সঙ্গে প্রতিটি টুর্নামেন্টে যান, তাঁর সমর্থন তাঁর কাছে জরুরি তাঁকে আগে এ ব্যাপারে জানানো হয়নি কেন সেই প্রশ্নও তুলেছেন তিনি।
[embed]https://twitter.com/NSaina/status/980813410056024064?ref_src=twsrc%5Etfw&ref_url=https%3A%2F%2Ftimesofindia.indiatimes.com%2Fsports%2Fcommonwealth-games%2Fsaina-nehwal-upset-as-her-father-was-denied-entry-into-cwg-games-village%2Farticleshow%2F63585149.cms&tfw_site=timesofindia[/embed]
[embed]https://twitter.com/NSaina/status/980814072538001408?ref_src=twsrc%5Etfw&ref_url=https%3A%2F%2Ftimesofindia.indiatimes.com%2Fsports%2Fcommonwealth-games%2Fsaina-nehwal-upset-as-her-father-was-denied-entry-into-cwg-games-village%2Farticleshow%2F63585149.cms&tfw_site=timesofindia[/embed]
গেমসে যাওয়া ভারতীয় আধিকারিকরা অবশ্য জানাচ্ছেন, ভারতীয় ক্রীড়া কর্তাদের গন্ডগোলেই বিষয়টি ঘটেছে। তবে শিগগিরই মিটে যাবে সমস্যা।
সাইনা বা পি ভি সিন্ধু কারও বাবা মায়ের খরচ দেবে না বলে জানিয়ে দিয়েছে ভারতীয় ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন। তবে সিংহভাগ টুর্নামেন্টেই বাবা মায়ের খরচ এই দুই তারকা খেলোয়াড় নিজেদের পকেট থেকেই দেন।
কমনওয়েলথ গেমস ভিলেজে ঢুকতে দেওয়া হল না বাবাকে, হতাশ সাইনা নেহওয়াল
ABP Ananda, Web Desk
Updated at:
03 Apr 2018 01:28 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -