সিডনি: সামনে রিও অলিম্পিকের হাতছানি৷ তার আগে স্বপ্ন দেখাচ্ছেন হায়দরাবাদি ব্যাডমিন্টন নক্ষত্র৷ ফাইনালের টানটান থ্রিলার জিতে কেরিয়ারের দ্বিতীয় অস্ট্রেলিয়ান ওপেন সুপার সিরিজ জিতলেন সাইনা নেহওয়াল৷ এক ঘণ্টা এগারো মিনিটের ঘাম-রক্ত ঝরানো লড়াই৷
প্রতিপক্ষ চিনের সান ইউ-কে হারালেন ১১-২১, ২১-১৪, ২১-১৯ গেমে৷ ২০১৪-এর পর এই দ্বিতীয়বার অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন তিনি৷ দীর্ঘ খরা কাটিয়ে এ-বছর এটিই তাঁর প্রথম খেতাব৷ রিওর আগে দুরন্ত ফর্মে লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জজয়ী এস শাটলার৷
অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর সাইনাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী৷ নরেন্দ্র মোদী তাঁর ট্যুইটবার্তায় বলেছেন, এই অসাধারণ জয়ের জন্য সাইনা নেহওয়ালকে শুভেচ্ছা জানাই৷ গোটা দেশ তোমার জন্য গর্বিত৷
শুভেচ্ছা জানিয়েছেন বিগ বি-ও৷ দেশের এক নম্বর ব্যাডমিন্টন তারকার উদ্দেশে তিনি লিখেছেন, সাইনা নেহওয়াল৷ তুমি আমাদের আরও একবার ভারতীয় হিসেবে গর্বিত করলে৷ অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন৷ তোমাকে আন্তরিক শুভেচ্ছা৷
উচ্ছ্বসিত ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়াও৷ অস্ট্রেলিয়ান ওপেন সুপার সিরিজ জয়ের জন্য তাঁকে পুরস্কার হিসেবে ১০ লক্ষ টাকা দিচ্ছে সর্বভারতীয় ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন৷ লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ উঠেছিল তাঁর হাতে৷ রিও-তে আসবে কি সোনা? সাইনার ফর্ম দেখে কিন্তু আশায় বুক বাঁধছেন দেশের মানুষ৷
অস্ট্রেলিয়ান সুপার সিরিজে চ্যাম্পিয়ন সাইনা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Jun 2016 09:29 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -