লডারহিল: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টি ২০ ম্যাচে দুরন্ত পারফরম্যান্স দেখানো নবাগত পেসার নবদীপ সাইনির প্রশংসা করলেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। তিনি বলেছেন, ‘নবদীপ দিল্লির ক্রিকেটার। ও অনেকদূর এসেছে। ও আইপিএল-এ ভাল খেলেছিল। ওর প্রতিভা, বলে গতি আছে। ও এমন একজন বোলার যে ঘণ্টায় ১৫০ কিমি গতিতে বল করতে পারে। খুব কম বোলারই এই গতিতে বল করতে পারে। তাছাড়া সাইনি ফিট। এ এমন একজন যে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। ওর সাফল্যের খিদে আছে। আশা করি ও সাফল্য পাবে।’
শনিবারই ভারতীয় দলের হয়ে প্রথম টি-২০ ম্যাচ খেলতে নামেন ডানহাতি পেসার সাইনি। তিনি এই ম্যাচে ১৭ রান দিয়ে ৩ উইকেট নেন। ওয়েস্ট ইন্ডিজকে ৯৫ রানে বেঁধে রাখে ভারত। তবে বিরাটরা ভাল ব্যাটিং করতে পারেননি। রান তাড়া করতে নেমে ভারতীয় দল ৬ উইকেট হারিয়ে বসে। শেষপর্যন্ত অবশ্য ৪ উইকেটে জয় আসে।
এই ম্যাচে দলের পারফরম্যান্সের বিষয়ে বিরাট বলেছেন, ‘আমাদের বোলিং ও ফিল্ডিং ভাল হয়েছে। তবে পিচ উপযুক্ত ছিল না। বৃষ্টির মধ্যে অবশ্য বিশেষ কিছু করারও ছিল না। বোলাররা দারুণ পারফরম্যান্স দেখিয়েছে। আমরা চার উইকেট হারিয়েই জিততে চেয়েছিলাম। কিন্তু আমরা ঝুঁকি নিই। স্ট্রাইক বদল করা জরুরি ছিল।’
সাইনি প্রতিভাবান, ভবিষ্যৎ উজ্জ্বল: বিরাট
Web Desk, ABP Ananda
Updated at:
04 Aug 2019 12:28 AM (IST)
শনিবারই ভারতীয় দলের হয়ে প্রথম টি-২০ ম্যাচ খেলতে নামেন ডানহাতি পেসার সাইনি।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -