১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভ্যাঙ্কুবারের শুরুটা খুব একটা ভালো হয়নি। ইনিংসের প্রথম ওভারেই টোবিয়াস ভিসে মহম্মদ হাফিজের বলে আউট হয়ে যান। এরপর চ্যাডউইক ওয়াল্টনের সঙ্গে জুটি বেঁধে দলের ইনিংসের হাল ধরেন স্বঘোষিত ইউনিভার্স বস। দুজনেই দ্রুত গতিতে রান তুলতে থাকেন। নিয়মিত বাউন্ডারি আসছিল। কিন্তু ১৭ রান করে আউট হন চ্যাডউইক।
উইকেটের পতনে অবশ্য ক্যারিবিয়ান বাঁহাতি ব্যাটসম্যানের মধ্যে কোনও হেলদোল দেখা যায়নি। মারকুটে মেজাজে চার ও ছয় মারতে থাকেন তিনি। এরইমধ্যে ১৩ তম ওভারে শাদাব খানের বোলিংয়ে নিজের ব্যাটিংকে টপ গিয়ারে তুলে আনেন। ওই ওভারটাই শেষপর্যন্ত ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।ওই ওভারে চারটি ছয় ও দুটি বাউন্ডারি মারেন গেইল।
পরের ওভারেই অবশ্য বেন কাটিং গেইলকে প্যাভিলিয়নে ফেরত পাঠান। ৪৪ বলে ৯৪ রান করেন তিনি। আন্দ্রে রাসেলও পরের বলেই আউট হন।
এরপর ড্যানিয়েল সামস ও মালিক দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন।
সংক্ষিপ্ত স্কোর: ভ্যাঙ্কুবার নাইটস ৪ উইকেটে ১৬৬ (গেইল ৯৪, শোয়েব মালিক অপরাজিত ৩৪, বেন কাটিং ২৭ রানে ৩ উইকেট) ছয় উইকেটে হারাল এডমোন্টন রয়্যালসকে ৯ উইকেটে ১৬৫ (কাটিং ৭২, মহম্মদ নওয়াজ ৪০, হেডেন ওয়ালস ২০ রানে ২ উইকেট)