নয়াদিল্লি: রিও অলিম্পিক্সে মহিলাদের ৫৮কেজি কুস্তিতে ব্রোঞ্জ জিতে অলিম্পিক্সের ১৩-তম দিনে ভারতকে প্রথম পদকের মুখ দেখালেন হরিয়ানার সাক্ষী মালিক৷ তাঁকে ঘিরে অভিনন্দনের বন্যা। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় লিখেছেন, রিও অলিম্পিক্সে কুস্তিতে পদক জিতে দেশকে গৌরবান্বিত করায় সাক্ষী মালিককে আন্তরিক অভিনন্দন।




প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ট্যুইট, রাখীবন্ধনের পবিত্র দিনে এবারের অলিম্পিকে প্রথম পদক আনা ভারতের মেয়ের ব্রোঞ্জ জয় আমাদের গর্বিত করেছে। সাক্ষী তুমি ইতিহাস গড়েছ। গোটা দেশ এই আনন্দে সামিল।








কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধী লিখেছেন, সাক্ষী তোমার অসাধারণ জয় আমাদের গর্বিত করেছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্যুইট, অভিনন্দন সাক্ষী। গোটা দেশ তোমার সঙ্গে বলছে, ‘জয় হিন্দ’।






কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহর প্রতিক্রিয়া, রিও অলিম্পিক্সে সাক্ষী মালিকের জয় দেশের কোটি কোটি মানুষকে উদ্বুদ্ধ করবে। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েলের শুভেচ্ছাবার্তা, রিও-তে ভারতের হয়ে প্রথম পদক জয়। সাক্ষী মালিককে অভিনন্দন। প্রতিক্রিয়ায় সচিন তেণ্ডুলকর লিখেছেন, বিরাট খবর। সাক্ষী তোমার সাফল্যে গোটা দেশ গর্বিত।