ধোনি হেলিপক্টার শটে ম্যাচ ফিনিস করলে কেমন মনে হয়?অনুরাগীদের প্রশ্নে বুদ্ধিদীপ্ত জবাব সাক্ষীর
এ ধরনের প্রচুর প্রশ্ন আসতে শুরু করে। শেষপর্যন্ত তিনি বলেন, আমি উঠছি। এতগুলি প্রশ্নের উত্তর দেওয়া খুবই কঠিন। আমি ধীরে ধীরে জবাব দেব। (ছবি সৌজন্যে ইন্সটাগ্রাম)
আপনারা এখন কোথায় থাকেন, এই প্রশ্নের জবাবে সাক্ষী বলেছেন, রাঁচি। আসলে আমরা ছোট শহর ভালোবাসি।(ছবি সৌজন্যে ইন্সটাগ্রাম)
আর এক জনের প্রশ্ন, মাহি যখন কোনও ম্যাচে হেলিকপ্টার শট মেরে ফিনিস করেন, তখন কেমন লাগে? সাক্ষীর জবাব-একজন অনুরাগীর মতোই একই ধরনের অনুভূতি হয় তাঁর।(ছবি সৌজন্যে ইন্সটাগ্রাম)
এক অনুরাগী জানতে চেয়েছেন, মেয়ে ,না স্বামী-কাকে সামলানো কঠিন। এর যে জবাব সাক্ষী দিয়েছেন তাতে তাঁর রসবোধ ধরা পড়েছে। তাঁর উত্তর, দুজনেই সহজ।(ছবি সৌজন্যে ইন্সটাগ্রাম)
এরপরই ফলোয়ারদের কাছ থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে থাকে। সেই সব প্রশ্নের বুদ্ধিদীপ্ত উত্তর দিয়েছেন সাক্ষী। শুধু তাই নয়, সেগুলি তাঁর হ্যান্ডেলে শেয়ারও করেছেন। (ছবি সৌজন্যে ইন্সটাগ্রাম)
ফটো শেয়ারিং অ্যার ইনস্টাগ্রাম সম্প্রতি একটা নয়া ফিচার নিয়ে এসেছে। আর সেই ফিচার বেশ সাড়া ফেলে দিয়েছে। এই ফিচার ইন্সটাগ্রাম ব্যবহারকারীদের প্রশ্ন করার সুযোগ দেয়। এভাবে ব্যবহারকারীরা অভিনব উপায়ে একে অপরের সঙ্গে মত বিনিময় করতে পারেন। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির স্ত্রী সাক্ষী ধোনিও ফলোয়ারদের সঙ্গে মতের আদানপ্রদানের জন্য এই ফিচারটি ব্যবহারের চেষ্টা করেছিলেন। তিনি ফলোয়ারদের তাঁকে প্রশ্ন করার সুযোগ দিয়েছিলেন। (ছবি সৌজন্যে ইন্সটাগ্রাম)