পুনে: সম্প্রতি মহেন্দ্র সিংহ ধোনিতে খোঁচা দিয়েছিলেন আইপিএল দল রাইজিং পুনে সুপারজায়েন্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কার ভাই হর্ষ গোয়েঙ্কা। এবার সোশ্যাল মিডিয়ায় দুটি পোস্টের মাধ্যমে ধোনির স্ত্রী সাক্ষী ধোনি  হর্ষ গোয়েঙ্কাকেই জবাব ফিরিয়ে দিলেন বলে মনে করা হচ্ছে। চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে অন্যতম সফল অধিনায়ক ছিলেন ধোনি। কিন্তু এবার তাঁকে অধিনায়ক পদ থেকে সরিয়ে দিয়েছে পুনে। সাধারণ ক্রিকেটার হিসেবে পুনে দলের হয়ে স্টিভ স্মিথের নেতৃত্বে খেলছেন মাহি। ঘটনার শেষ এখানেই নয়। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পুনের জয়ের পর হর্ষ গোয়েঙ্কার ট্যুইট ঘিরে বিতর্ক তৈরি হয়। তাঁর ট্যুইট ছিল- ‘স্মিথ নিজেকে জঙ্গলের রাজা বলে প্রমাণ করেছেন। ধোনিকে পুরোপুরি ছাপিয়ে গিয়েছেন। অধিনায়কোচিত ইনিংস। তাঁকে অধিনায়ক নিযুক্ত করার সিদ্ধান্ত দুর্দান্ত’। ধোনিকে এভাবে নিশানা করাটা তাঁর অনুরাগীরা মানতে পারেননি। তাঁরা হর্ষ গোয়েঙ্কার ট্যুইটের নিন্দায় সরব হন। শেষপর্যন্ত ওই ট্যুইট সরিয়ে নিতে বাধ্য হন হর্ষ গোয়েঙ্কা। এই ঘটনার পর সাক্ষী সোশ্যাল মিডিয়ায় দুটি পোস্ট করেন। প্রথম পোস্টটিতে সাক্ষী চেন্নাই সুপারকিংসের জার্সি ও হেলমেট পরা নিজের একটি ছবি দিয়েছেন। চেন্নাই সুপার কিংসে ধোনির মর্যাদা ও সম্মানের কথা সবারই জানা। দ্বিতীয় পোস্টে সাক্ষী ‘কর্ম’ সম্পর্কে একটি উদ্ধৃতি দিয়েছেন। সেখানে লেখা, ‘পাখি বেঁচে থাকলে পিঁপড়ে ধরে খায়। মারা গেলে পিঁপড়েরা ওই পাখিকে খায়। সময় ও পরিপ্রেক্ষিত যে কোনও মুহূর্তে বদলে যেতে পারে। জীবনে কাউকে ছোট করো না বা আঘাত দিও না। আজ হয়ত তুমি শক্তিশালী, কিন্তু মনে রাখতে হবে, সময় তোমার চেয়েও শক্তিশালী। একটা গাছ থেকে লক্ষ লক্ষ দেশলাই কাঠি তৈরি হয়। কিন্তু একটামাত্র দেশলাই কাঠি লক্ষ লক্ষ গাছ পুড়িয়ে দিতে পারে। তাই ভালো হও, ভালো থাকো’। সোশ্যাল মিডিয়ায় সাক্ষীর এই দুটি পোস্টের নিশানা হর্ষ গোয়েঙ্কা বলেই মনে করা হচ্ছে।