কলকাতা:  ক্রিস লিনকে নিয়ে আশঙ্কার মধ্যেই কিছুটা স্বস্তি কলকাতা নাইডার্সের। দলের অনুশীলনে যোগ দিলেন ভারতীয় দলের পেসার উমেশ যাদব। তাঁর অন্তর্ভূক্তি যে নাইটদের বোলিং আক্রমণকে আরও জোরাল করবে, তা আর বলার অপেক্ষা রাখে না। আগামী ১৩ এপ্রিল কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ কেকেআরের। ওই ম্যাচে সম্ভবত অঙ্কিত রাজপুতের জায়গায় দলে ঢুকবেন উমেশ। কেকেআর ২৯ বছরের পেসারের অনুশীলনের ছবি পোস্ট করে জানিয়েছে, এবারের আইপিএলে সাড়া জাগানো সূচনার জন্য প্রস্তুতি নিচ্ছেন উমেশ। সেইসঙ্গে ভারতীয় দলের এই তারকা পেসারের ট্যুইট, ‘আমি কেকেআর..আমার দলের সঙ্গে অনুশীলনের প্রথম দিন’।





কোমর ও পিঠের ব্যাথা এবং দেশের মাটিতে একটানা সিরিজ খেলার কারণে কেকেআরের প্রথম দুটি ম্যাচে ছিলেন না উমেশ।

দেশের মাটিতে সদ্যসমাপ্ত মরশুমে ১৩ টি টেস্টের মধ্যে ১২ টিতেই খেলেছিলেন উমেশ। দেশের স্পিন সহায়ক পিচেও অসাধারণ বোলিং করেছেন উমেশ। মরশুমে আর অশ্বিন ও রবীন্দ্র জাদেজার পর ভারতের হয়ে সর্বাধিক উইকেট পেয়েছেন উমেশ।

প্রথম ম্যাচে গুজরাত লায়ন্সকে হারিয়ে জয় দিয়ে শুরু করলেও দ্বিতীয় ম্যাচে ডেথ ওভারে বোলিং ব্যর্থতা ও নড়বড়ে ফিল্ডিংয়ের কারণে ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারতে হয়েছিল নাইটদের। অন্যদিকে, পর পর দুটি ম্যাচ জিতে গম্ভীর ব্রিগেডের মুখোমুখি হচ্ছে পঞ্জাব।

পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে দলে উমেশ ফিরলে তা নাইট ব্রিগেডের কাছে বড় পাওনা হবে।

মুম্বইয়ে ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট পেয়ে মাঠের বাইরে চলে গিয়েছিলেন ক্রিস লিন। তিনি আইপিএলে আর খেলতে পারবেন কিনা, তা এখনও স্পষ্ট নয়। দলের সিইও ভেঙ্গি মাইসোর ট্যুইটার মারফত্ জানিয়েছেন, পুরানো জায়গাতেই চোট পেয়েছেন লিন। তাঁর চিকিত্সা চলছে এবং তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।