চণ্ডীগড়: রিও অলিম্পিক থেকে দেশকে প্রথম পদক এনে দেওয়ার পর এবার আর্থিক পুরস্কারের বন্যায় ভাসতে চলেছেন কুস্তিগির সাক্ষী মালিক। হরিয়ানা সরকার, রেল, ক্রীড়া মন্ত্রক, ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন তাঁকে আর্থিক পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে। রিও অলিম্পিকে ভারতের শুভেচ্ছাদূত সলমন খান প্রত্যেক অ্যাথলিটকে ১ লক্ষ ১ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন। সেই অর্থও পাবেন সাক্ষী। পাশাপাশি তাঁকে চাকরি দেওয়ার কথাও ঘোষণা করেছে হরিয়ানা সরকার।

 

হরিয়ানা সরকার আগেই ঘোষণা করেছিল, অলিম্পিকে সোনা, রুপো ও ব্রোঞ্জ জয়ী অ্যাথলিটদের যথাক্রমে ৬ কোটি, ৪ কোটি ও ২.৫০ কোটি টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছিল। সেই ঘোষণা অনুযায়ী আড়াই কোটি টাকা পাচ্ছেন সাক্ষী। এছাড়া ক্রীড়া মন্ত্রক থেকে ২০ লক্ষ টাকা পাচ্ছেন তিনি। রেল দেবে ৬০ লক্ষ টাকা। ব্রোঞ্জ জয়ের জন্য ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন দেবে ২০ লক্ষ টাকা। ফলে দেশকে গৌরব এনে দিয়ে রাতারাতি কোটিপতি হয়ে গেলেন সাক্ষী। তাঁর কোচও আর্থিক পুরস্কার পাবেন।