মস্কো: বিশ্বকাপে প্রথম ম্যাচের আগেই মিশর শিবিরে স্বস্তি। কাঁধের চোট সারিয়ে ফিট হয়ে গিয়েছেন দলের সেরা তারকা মহম্মদ সালাহ। আগামীকাল উরুগুয়ের বিরুদ্ধে খেলবেন তিনি। আজ মিশরের কোচ হেক্টর কাপার এই খবর দিয়েছেন। ফলে আগামীকাল লুই সুয়ারেজ বনাম সালাহ লড়াই প্রত্যক্ষ করতে পারবেন ফুটবলপ্রেমীরা।

গত ২৬ মে লিভারপুলের হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে খেলতে নেমে নেমে চোট পান সালাহ। ফলে তাঁর বিশ্বকাপে খেলা নিয়েই সংশয় তৈরি হয়। তবে শেষপর্যন্ত চোট সারিয়ে তিনি খেলছেন। এ বিষয়ে আজ অনুশীলন শুরু হওয়ার আগে মিশরের কোচ বলেন, ‘ও (সালাহ) আজ অনুশীলনে কী করে সেটা দেখতে হবে। তবে আমি প্রায় ১০০ শতাংশ নিশ্চিত, ও খেলবে। আমরা সবাই ওর মাঠে নামার বিষয়ে আশাবাদী। সালাহ দারুণ খেলোয়াড়। ও দ্রুত চোট সারিয়ে ফেলেছে।’