শিখর ধবনের মাইনে বাড়ল ১৪০০ শতাংশ, আর কে কত টাকা পাচ্ছেন দেখে নেওয়া যাক এক নজরে
গ্রেড সি:কেদার যাদব, মণীষ পান্ডে, অক্ষর পটেল, করুণ নায়ার, সুরেশ রায়না, পার্থিব পটেল, জয়ন্ত যাদব
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগ্রেড বি: কে এল রাহুল, উমেশ যাদব, কুলদীপ যাদব, যজুবেন্দ্র চাহল, হার্দিক পান্ড্য, ইশান্ত শর্মা, দীনেশ কার্তিক
গ্রেড এ: এই গ্রুপে রয়েছেন রবি চন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, মুরলী বিজয়, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, এম এস ধোনি, ঋদ্ধিমান সাহা
গ্রেড এ + : ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহালির মাইনেবেড়েছে ৩৫০ শতাংশ। শিখর ধবনের বেড়েছে ১৪০০ শতাংশ। রোহিত শর্মার মাইনে বাড়ল ৭০০ শতাংশ। তাঁরা সবাই এই গ্রুপে রয়েছেন। তাঁরা ছাড়াও এই গ্রুপে রয়েছেন ভূবনেশ্বর কুমার। জসপ্রিত বুমরা।
ভারতের সিনিয়র মহিলা ক্রিকেটারদের তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রেড এ (৫০ লক্ষ টাকা), গ্রেড বি (৩০ লক্ষ টাকা) এবং গ্রেড সি (১০ লক্ষ টাকা)। গ্রেড এ-তে রয়েছেন মিতালি রাজ, ঝুলন গোস্বামী, হরমনপ্রীত কউর, স্মৃতি মন্ধানা। গ্রেড বি-তে রয়েছেন- পুনম যাদব, বেদা কৃষ্ণমূর্তি, রাজেশ্বরী গায়কোয়াড়, একতা বিশত, শিখা পান্ডে, দীপ্তি শর্মা।
ভারতের সিনিয়র পুরুষ ও মহিলা ক্রিকেটারদের নয়া বেতন কাঠামো এবং চুক্তি তালিকা ঘোষণা করেছে বিসিসিআই। ভারতীয় দলের সিনিয়র প্লেয়ারদের যে মাইনে বাড়বে, তা আগে থেকেই নিশ্চিত ছিল। আর বিসিসিআই যে তালিকা জারি করেছে, তাতে দেখা গিয়েছে কোনও কোনও ক্রিকেটারের মাইনে বেড়েছে কয়েকশ গুণ।
এবার ক্রিকেটারদের চারটি গ্রুপে ভাগ করে বেতন কাঠামোর বিন্যাস ঘটানো হয়েছে। এই চারটি গ্রুপ হল- গ্রেড এ + (মাইনে ৭ কোটি টাকা), গ্রেড এ (মাইনে পাঁচ কোটি), গ্রেড বি (মাইনে তিন কোটি), গ্রেড সি (এক কোটি টাকা)। এই তালিকা অনুযায়ী কোন ক্রিকেটার কোন গ্রুপে রয়েছেন , তা দেখে নেওয়া যাক এক নজরে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -