জেনে নিন কাকে নিজের প্রিয় ক্রিকেটার হিসাবে বেছে নিলেন সলমন
Web Desk, ABP Ananda | 15 Dec 2019 07:10 PM (IST)
ভারতীয় ক্রিকেটারদের মধ্যে কেদার যাদব বরাবরই সলমনের ভক্ত হিসাবে নিজের পরিচয় দেন। ইনস্টাগ্রামে সলমনের ছবির ডায়ালগ লিখে একবার ট্রোলডও হয়েছিলেন কেদার। সলমন বলেছেন, ‘কেদারকে আমি তো ব্যক্তিগতভাবে চিনি।’
মুম্বই: তাঁর ক্রিকেটপ্রেম সর্বজনবিদিত। মাঠে গিয়ে প্রিয় দলের হয়ে গলা ফাটাতেও দেখা গিয়েছে তাঁকে। এবার সেই সলমন খান বেছে নিলেন নিজের প্রিয় ক্রিকেটারকে। কে সলমনের পছন্দের ক্রিকেটার? ‘মহেন্দ্র সিংহ ধোনি। ও পুরো দবং খেলোয়াড়,’ বলেছেন সলমন। ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ চলাকালীন সম্প্রচারকারী চ্যানেলের স্টুডিওতে এসেছিলেন সলমন। সামনেই তাঁর ‘দবং থ্রি’ সিনেমাটি মুক্তি পাবে। তার প্রচারও সেরে নিলেন সলমন। সেখানেই তাঁর প্রিয় ক্রিকেটারের নাম জানতে চান সঞ্চালক। সলমন বেছে নেন জোড়া বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক ধোনিকে। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে কেদার যাদব বরাবরই সলমনের ভক্ত হিসাবে নিজের পরিচয় দেন। ইনস্টাগ্রামে সলমনের ছবির ডায়ালগ লিখে একবার ট্রোলডও হয়েছিলেন কেদার। সলমন বলেছেন, ‘কেদারকে আমি তো ব্যক্তিগতভাবে চিনি।’ সলমনের সঙ্গে স্টুডিওতে ছিলেন দক্ষিণ ভারতীয় অভিনেতা সুদীপ। যিনি দবং থ্রি-তে খলনায়কের ভূমিকায়। সুদীপ বলেন, ‘আমি যেদিন যে ভাল খেলে তার ভক্ত। তবে অনিল কুম্বলেকে খুব ভাল লাগত। এখন ভীষণ ভাল লাগে রোহিত শর্মাকে।’