নটিংহ্যামশায়ার: উইকেট পাওয়ার পরই মার্চ করে স্যালুট জানানো, বিশ্বকাপের মঞ্চে অভিনব ভঙ্গিতে উচ্ছ্বাস প্রকাশ করছেন ক্যারিবিয়ান তারকা শেল্ডন কটরেল। তাঁর এই ‘স্যালুট’ সেলিব্রেশন ইতিমধ্যেই ক্রিকেট প্রেমীদের মনে ধরেছে। সোশ্যাল মিডিয়ায় শেল্ডন কটরেলের এই সেলিব্রেশন নিয়ে চর্চাও কম হচ্ছে না। তৈরি হচ্ছে জিফ-ও। সেকেন্ডের মধ্যেই তা আবার শেয়ার হয়ে এক দেওয়াল থেকে অন্য দেওয়ালে পৌঁছে যাচ্ছে। এখন অনেকেরই প্রশ্ন, উইকেট পাওয়ার পর কেন ‘স্যালুট’ জানিয়ে সেলিব্রেশন করছেন তিনি? কাকেই বা স্যালুট জানাচ্ছেন শেল্ডন কটরেল?


ক্রিকেট অনুরাগীদের এই প্রশ্নের উত্তর দিয়েছেন খোদ ক্যারিবিয়ান তারকা নিজেই। শেল্ডন কটরেল বলছেন, “তিনি পেশায় একজন সৈনিক। তাই প্রতিটি উইকেট পাওয়ার পরই জামাইকান সেনার উদ্দেশে স্যালুট জানাচ্ছেন।” বিশ্বকাপের শুরুতে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম এমন স্যালুট সেলিব্রেশন করতে দেখা যায় তাঁকে। বৃহস্পতিবার অস্ট্রলিয়ার বিরুদ্ধেও একই ভঙ্গিতে সেলিব্রেশন করেন শেল্ডন। অজি ওপেনার ডেভিড ওয়ার্নারকে আউট করেই মার্চ করে স্যালুট জানান তিনি। সেই ভিডিও ইতিমধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল।





প্রসঙ্গত, বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নেমে ভারতীয় সেনার উদ্দেশে অভিনব কায়দায় সম্মান জানাতে দেখা গিয়েছে মহেন্দ্র সিংহ ধোনিকেও। উইকেট কিপিং গ্লাভসে সেনার বিশেষ প্রতীক লাগিয়ে মাঠে নেমেছিলেন মাহি। যদিও আইসিসির তরফে মাহিকে সেই প্রতীক ব্যাবহার না করার জন্য অনুরোধ করা হয়েছে বলে সূত্রের খবর।