নয়াদিল্লি: ২০২০ টোকিও অলিম্পিকের পর অবসর নিতে চান ৬বারের বিশ্বচ্যাম্পিয়ন বক্সার এম সি মেরি কম। তিনি আজ জানিয়েছেন, ‘২০২০ সালের পর আমি অবসর নিতে চাই। আমার প্রধান লক্ষ্য ভারতের জন্য সোনার পদক আনা। আমি সোনা জিততে চাই।’

১৮ বছরের কেরিয়ারে বহু সাফল্য পেয়েছেন মেরি কম। ৬বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়া ছাড়াও পাঁচবার এশিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছেন মণিপুরের এই বক্সার। তিনি ২০১২ লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ জেতেন। রাজ্যসভার সাংসদও হয়েছেন তিনি।