কাঠমাণ্ডু: তাঁর বিরুদ্ধে ধর্ষণের গুরুতর অভিযোগ উঠেছিল। আদালতের রায়ে জেলে যেতে হয়েছিল নেপালের ক্রিকেটার সন্দীপ লামিছানে (Sandeep Lamichhane)। তবে নেপালের পাটান হাই কোর্ট (Patan High Court in Nepal) লামিছানেকে নির্দোষ চিহ্নিত করল। তাঁর ক্রিকেট খেলা আর আটকে রাখা যাবে না বলেও জানানো হল। তারপর থেকেই জোর জল্পনা, তাহলে কি টি-টোয়েন্টি বিশ্বকাপের নেপাল দলে দেখা যাবে লামিছানেকে?


আদালতের রায় ঘোষণার পরই নেপাল ক্রিকেট সংস্থা থেকে জানিয়ে দেওয়া হয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও সন্দীপের কথা বিবেচনা করা হবে। শুধু দরকার আইসিসি-র ছাড়পত্রের। ২০টি অংশগ্রহণকারী দলকেই ২৫ মে পর্যন্ত সময় দেওয়া হয়েছে ১৫ জনের চূড়ান্ত দল জমা দেওয়ার জন্য। ১ জুন থেকে ২৯ জুন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ় ও আমেরিকায় হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে ২৫ মে পর্যন্ত সব দলই তাদের দলে পরিবর্তন করতে পারবে। সেই ভাবেই আইসিসি আপত্তি না জানালে সন্দীপকে নেপালের বিশ্বকাপের দলে অন্তর্ভুক্ত করা হবে বলেই খবর।


নেপাল ক্রিকেট সংস্থার এক কর্তা বলেছেন, 'হাই কোর্ট লামিছানেকে সমস্ত অভিযোগ থেকে মুক্ত করার পর ক্রিকেটের সব ফর্ম্যাটেই খেলতে পারবে।'


টি-২০ বিশ্বকাপের জন্য নেপালের প্রাথমিক দল ইতিমধ্যেই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পৌঁছে গিয়েছে আর সেন্ট ভিনসেন্টে ট্রেনিং করছে। টুর্নামেন্টের ঠিক আগে আমেরিকায় রওনা হবে দল। ৪ জুন ডালাসে নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রথম ম্যাচ নেপালের।


পাটান হাই কোর্টের মুখপাত্র তীর্থরাজ ভট্টরাই নেপালের এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, তথ্যপ্রমাণের অভাবে লামিছানেকে ছেড়ে দেওয়া হয়েছে। তার আগে কাঠমাণ্ডু আদালতের সিঙ্গল বেঞ্চ ১৮ বছরের এক মহিলাকে ধর্ষণের দায়ে শাস্তি দিয়েছিল সন্দীপকে। ১০ জানুয়ারি শাস্তি ঘোষণা করা হয়েছিল। কারাবাসের পাশাপাশি বিরাট অঙ্কের জরিমানাও করা হয়েছিল সন্দীপকে। তারপরই লামিছানেকে নির্বাসিত করেছিল নেপাল ক্রিকেট সংস্থা।


উচ্চ আদালতে আবেদন করেছিলেন সন্দীপ। আবেদন করেছিলেন, যতদিন মামলা চলছে, তাঁকে যেন জেলের বাইরে থাকতে দেওয়া হয়। তারপরই তাঁকে নির্দোষ ঘোষণা করা হল। সন্দীব পাল্টা অভিযোগ করেছেন, তিনি ষড়যন্ত্রের শিকার।                 


আরও পড়ুন: আজই প্লে অফের দরজা খুলে যেতে পারে হায়দরাবাদের, গুজরাতের বিরুদ্ধে কি ফের ট্র্যাভিষেকের ঝড়?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।