রিও ডি জেনেইরো: সোনা বা রুপোর স্বপ্ন আগেই শেষ হয়ে গিয়েছিল। আশা ছিল, অন্তত ব্রোঞ্জ পাবেন। কিন্তু সেটাও হল না। চেক প্রজাতন্ত্রের রাদেক স্টেপানেক-লুসিয়া হ্রাদেচকা জুটির কাছে স্ট্রেট সেটে হেরে ব্রোঞ্জ হাতছাড়া করলেন সানিয়া মির্জা-রোহন বোপান্না। লিয়েন্ডার পেজের প্রাক্তন ডাবলস পার্টনার স্টেপানেক ও তাঁর সঙ্গী লুসিয়ার পক্ষে ম্যাচের ফল ৬-১, ৭-৫।

 

এদিন প্রথম থেকেই খেলায় দাপট ছিল চেক জুটির। স্টেপানেকরা প্রথম সেট সহজেই জিতে নেন। দ্বিতীয় সেটে ম্যাচে ফেরেন সানিয়া-বোপান্না। তবে শেষরক্ষা হয়নি। অভিজ্ঞতা ও দক্ষতায় ভারতীয় জুটিকে টেক্কা দেন চেকরা। ফলে রিও থেকে খালি হাতেই ফিরতে হচ্ছে সানিয়াদের।