নয়াদিল্লি: সানিয়া মির্জা ও মার্টিনা হিঙ্গিসের জুটি ভেঙে গেল। সানিয়া এবার মহিলা ডাবলসে খেলবেন ডবলুটিএ ক্রমতালিকার ২১ নম্বরে থাকা চেক প্রজাতন্ত্রের বারবোরা স্ট্রাইকোভার সঙ্গে জুটি বেঁধে।
সানিয়ার ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, গত পাঁচ মাসে প্রত্যাশিত সাফল্য না পাওয়ার জন্যই মার্টিনার সঙ্গে আর না খেলার সিদ্ধান্ত নিয়েছেন এই ভারতীয় তারকা। ভাল ফল না হলে সঙ্গী বদল করতেই হয়। সানিয়া সেটাই করেছেন।
গত বছরের মার্চ থেকে একসঙ্গে খেলা শুরু করেছিলেন এই দুই তারকা। উইম্বলডন, ডবলুটিএ চ্যাম্পিয়নশিপ সহ ৯টি খেতাব জেতেন তাঁরা। বিশ্বের এক নম্বর হয়েছিল এই জুটি। কিন্তু ব্যর্থতা আসতেই সেই জুটি ভেঙে গেল।
মার্টিনার সঙ্গে জুটি ভেঙে গেল সানিয়ার
Web Desk, ABP Ananda
Updated at:
09 Aug 2016 04:16 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -