মেলবোর্ন: এ বছরই অবসর নিচ্ছেন ভারতের মহিলা টেনিস তারকা সানিয়া মির্জা। আজ অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের ডাবলসের প্রথম রাউন্ডেই হেরে বিদায় নেওয়ার পর অবসরের কথা ঘোষণা করেছেন হায়দরাবাদের টেনিস আইকন।


সানিয়া বলেছেন, ‘এই মরসুমই আমার কেরিয়ারের শেষ বছর। এরপর আমি অবসর নেব। এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে অনেক কারণ রয়েছে। বিষয়টি এত সহজ নয় যে আমি আর খেলব না। আমার চোট সারাতে অনেক বেশি সময় লাগছে। আমার তিন বছরের ছেলেকে নিয়ে এত জায়গায় ঘুরে বেড়িয়ে ওকে ঝুঁকির মুখে ফেলে দিচ্ছি। সেটা আমাকে ভাবিয়ে তুলেছে। আমার শরীর আর আগের মতো চলছে না। আজ আমার হাঁটুতে যন্ত্রণা হচ্ছিল। আমি বলছি না সেই কারণেই আমরা হেরে গিয়েছি, তবে আমার বয়স বাড়ছে। ফলে চোট সারাতে সময় লাগছে। তাছাড়া আর সেভাবে মোটিভেশন পাচ্ছি না। আগের মতো প্রাণশক্তিও আর নেই। আমি বরাবরই বলে এসেছি, যতদিন খেলা উপভোগ করব, ততদিনই খেলে যাব। এখন মনে হচ্ছে আর সেভাবে খেলা উপভোগ করতে পারছি না।’


আজ সানিয়া ও তাঁর ইউক্রেনের পার্টনার নাদিয়া কিশেনক এক ঘণ্টা ৩৭ মিনিটের লড়াইয়ে টামারা জিদানসেক ও কায়া হুভানের কাছে হেরে যান। সানিয়াদের বিপক্ষে ম্যাচের ফল ৪-৬, ৬-৭। এরপরেই অবসরের কথা ঘোষণা করেন টেনিস সুন্দরী।


এখন বিশ্বের ৬৮ নম্বর খেলোয়াড় সানিয়া। তিনি একসময় ডাবলসে বিশ্বের এক নম্বর ছিলেন। সিঙ্গলসে তাঁর কেরিয়ারের সেরা অবস্থান ২৭ নম্বর। একবার ডাবলসে ও একবার মিক্সড ডাবলসে অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। এছাড়া ডাবলসে একবার উইম্বলডন ও একবার ইউএস ওপেন চ্যাম্পিয়ন হয়েছেন। মিক্সড ডাবলসে একবার ফ্রেঞ্চ ওপেন ও একবার ইউএস ওপেন চ্যাম্পিয়নও হয়েছেন তিনি। অবসর নেওয়ার আগে কি আর একবার গ্র্যান্ড স্ল্যাম জিততে পারবেন সানিয়া? এখন তাঁর বয়স ৩৫ বছর। তিনি নিজেই বলছেন, শরীর আর চলছে না, মোটিভেশনও সেভাবে নেই। ফলে আর চ্যাম্পিয়ন হওয়ার আশা কম।