দুবাই: দুবাই ওপেনে মহিলা ডাবলসের সেমি-ফাইনালে পৌঁছে গেলেন সানিয়া মির্জা-বারবরা স্ট্রাইকোভা। সপ্তম বাছাই মার্কিন জুটি অ্যাবিগাইল স্পিয়ার্স ও ক্যাটরিনা স্রেবতনিককে স্ট্রেট সেটে হারিয়ে শেষ চারে পৌঁছে গিয়েছে ইন্দো-চেক জুটি। সানিয়া-বারবরার পক্ষে ম্যাচের ফল ৬-২, ৭-৫। গত সপ্তাহেই কাতার ওপেনে স্পিয়ার্স-স্রেবতনিকের কাছে হেরে যান সানিয়ারা। তাঁরা সেই হারের মধুর প্রতিশোধ নিলেন।
এদিন স্ট্রেট সেটে জিতলেও, সানিয়াদের লড়াই সহজ হয়নি। টানটান লড়াই হয়। শেষপর্যন্ত এক ঘণ্টা ২৮ মিনিটের ম্যাচে জয় পায় ইন্দো-চেক জুটি। শেষ চারে তাঁদের প্রতিপক্ষ রাশিয়ার একাতেরিনা মাকারভা ও এলিনা ভেসনিনা।
দুবাই ওপেনের সেমি-ফাইনালে সানিয়া-স্ট্রাইকোভা
Web Desk, ABP Ananda
Updated at:
24 Feb 2017 06:36 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -