গোলাপ, স্মার্টফোন- ভ্যালেনটাইন্স ডে-তে মহিলা কর্মীদের শাহরুখের গিফট!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Feb 2017 03:59 PM (IST)
মুম্বই: শাহরুখ খানের অফিসে চাকরি করতে কোন মেয়ে না চায়! অন্য সব কিছু ছেড়ে দিন, যখন তখন কিং খানকে দেখার সুযোগ তো মিলবে। কিন্তু জানেন কি, অন্য কারণেও বস হিসেবে শাহরুখ তাঁর অফিসের মহিলা কর্মীদের মধ্যে দারুণ জনপ্রিয়? কারণ জানলে আপনিও চাকরির আবেদন করবেন তাঁর কাছে। ‘রইস’ তেমন আহামরি হিট না করলেও এই ভ্যালেনটাইন্স ডে-তে মহিলা কর্মচারীদের দারুণ সব উপহার দিয়েছেন এসআরকে। কেউ কেউ আবার পেয়েছেন রইস লেখা সোনার লকেট। প্রত্যেক মহিলা পেয়েছেন লাল গোলাপ, ডিজাইনার হাতব্যাগ আর অত্যাধুনিক স্মার্টফোন। গিফট পছন্দ করেছেন শাহরুখ নিজে। স্বাভাবিকভাবেই দুর্দান্ত এইসব উপহার পেয়ে তাঁদের আনন্দ আর ধরে না। অনেকে তো আবেগে চোখের জল ধরে রাখতে পারেননি। এই প্রথম অবশ্য নয়। এর আগেও ‘চলতে চলতে’ হিট করলে কর্মীদের এক মাসের বেতন বোনাস হিসেবে দেন শাহরুখ। এ ধরনের উপহার তিনি নাকি মাঝে মধ্যেই দিয়ে থাকেন তাঁর অফিস কর্মচারীদের। কী? এসআরকে-র অফিসে চাকরির জন্য দরবার করবেন নাকি?