হায়দরাবাদ: সমাজে মেয়েদের যোগ্যতার মাপকাঠি কী? শিক্ষা, সাফল্য, সামাজিক অবস্থান, নাকি তাঁর দক্ষতা?
সানিয়া মির্জা (Sania Mirza) অন্তত মনে করেন, সমাজে মেয়েদের মূল্যায়ন নিয়ে নতুন করে ভাবা উচিত। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিকের সঙ্গে বিচ্ছেদের পর থেকে ফের সংবাদের শিরোনামে উঠে এসেছেন ভারতীয় টেনিস সুন্দরী। সানিয়ার সঙ্গে বিচ্ছেদের পর সানা জাভেদকে বিয়ে করেন শোয়েব। ছেলে ইজহান সানিয়ার সঙ্গেই থাকে। টেনিস কোর্টে ভারতের সফলতম নারী। যদিও সানিয়ার উপলব্ধি, সমাজের প্রতিটি ক্ষেত্রে এখনও রয়েছে লিঙ্গ বৈষম্য। মহিলাদের এখনও জোটে না পুরুষদের সমান সম্মান।
মহিলাদের সাফল্য গুরুত্ব পায় না, এরকম বার্তা দিচ্ছে একটি বিজ্ঞাপন। সেই বিজ্ঞাপনের প্রেক্ষিতে কথা বলেছেন সানিয়া। মহিলাদের নিয়ে সমাজের গোঁড়ামি সমূলে উৎপাটন করার ডাক দিয়েছেন তিনি।
আরও পড়ুন: শ্রেয়স রঞ্জি ট্রফি খেলতে চায়নি এমন নয়... কেকেআর অধিনায়কের পাশে গাওস্কর
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে