মুম্বই: তাঁরা দুজনই মুম্বইয়ের ক্রিকেটার। কঠিন সময়ে কিংবদন্তি সুনীল গাওস্করকে (Sunil Gavaskar) পাশে পেয়ে গেলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)।


তিনি নাকি ঘরোয়া ক্রিকেট খেলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেননি, এই অভিযোগে কাঠগড়ায় তোলা হয়েছে শ্রেয়সকে। বোর্ডের বার্ষিক কেন্দ্রীয় চুক্তির তালিকায় রাখা হয়নি। তবে মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফির সেমিফাইনালে খেলছেন শ্রেয়স। আইপিএলের আগে যা নিয়ে স্বস্তিতে শাহরুখ খান-জুহি চাওলার দল কলকাতা নাইট রাইডার্সও। 


সুনীল গাওস্কর তাঁর কলামে লিখেছেন, 'বোর্ড কয়েকদিন আগে কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে আর সেখানে শ্রেয়স আইয়ার ও ঈশান কিষাণের নাম নেই। মনে করা হচ্ছে, রঞ্জি ট্রফি না খেলার জন্য তাঁরা বাদ পড়েছেন। জানি না কেন ঈশান ঝাড়খণ্ডের হয়ে রঞ্জি ট্রফি খেলল না। তবে শ্রেয়স সেমিফাইনালে মুম্বইয়ের হয়ে খেলছে। ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ শুরু হওয়ার আগেই শ্রেয়স রঞ্জি ট্রফি খেলেছে। তাই এটা বলা যায় না যে, শ্রেয়স একেবারেই রঞ্জি ট্রফি খেলতে চায়নি।'


গাওস্কর যোগ করেছেন, 'ও কোয়ার্টার ফাইনাল ম্যাচটা খেলেনি। তবে ঠিক সেই সময়েই পিঠের সমস্যার জন্য ও তৃতীয় টেস্টেও খেলতে পারবে না বলে টিম ম্যানেজমেন্টকে জানিয়েছিল। বেশিক্ষণ ব্যাট করলেই ওর পিঠে যন্ত্রণা হচ্ছে বলে জানিয়েছিল।' তবে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে ফিট ঘোষণা করা হয় শ্রেয়সকে। তা নিয়ে গাওস্কর লিখেছেন, 'জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ওকে ম্যাচ খেলার জন্য ফিট ঘোষণা করা হয়। সেটাই ওর বিরুদ্ধে গিয়েছে। তবে যন্ত্রণার ধরন ব্যক্তিই একমাত্র বুঝতে পারবে আর এ নিয়ে ফিজিওর কিছু বলার থাকে না।'


রঞ্জি ট্রফির সেমিফাইনালে অবশ্য রান পাননি শ্রেয়স। মুম্বইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি তামিলনাড়ু-মুম্বই। সেই ম্যাচে সকলের নজর ছিল শ্রেয়সের দিকে (Shreyas Iyer)। বোর্ডের বার্ষিক চুক্তির তালিকা থেকে বাদ পড়েছেন তারকা ব্যাটার। শ্রেয়সের ভবিষ্যৎ নিয়ে জল্পনা তুঙ্গে। সেখানে ব্যাট হাতে তারকা মিডল অর্ডার ব্যাটার কেমন পারফর্ম করেন, সেই দিকে সকলের নজর ছিল। কিন্তু ব্যাট হাতে ব্যর্থ তিনি। মাত্র তিন রান করে আউট হয়ে যান তিনি। 


আরও পড়ুন: 'ও দারুণ ফিট', ধোনির আইপিএল ভবিষ্যৎ নিয়ে বড় আপডেট দিলেন মাহির ছোটবেলার বন্ধু 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে