রিও দি জেনেইরো: রিও অলিম্পিকে মহিলা ডাবলসের প্রথম রাউন্ডেই হার সানিয়া মির্জা- প্রার্থনা থম্বের জুটির। চিনা জুটি সুই ঝাং ও সুই পেং জুটির কাছে হার ৭-৬, ৫-৭, ৭-৫-এ। প্রথম সেটে তুল্যমূল্য লড়াইয়ের পর সানিয়ারা হারেন টাইব্রেকারে।

 

দ্বিতীয় সেটে অসাধারণ জয় তুলে নিয়ে খেলায় ফেরে সানিয়া - প্রার্থনা জুটি। তৃতীয় সেটেও সমানে সমানে লড়াই করেও আর শেষ রক্ষা করতে পারলেন না সানিয়া। প্রর্থনার দুর্বল সার্ভ এবং অনভিজ্ঞতাই এই হারের মূল কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

 

অন্যদিকে পুরুষ ডাবলসেও  লিয়েন্ডার পেজ ও রোহন বোপান্না জুটিও তাদের পোলিশ প্রতিপক্ষের কাছে স্ট্রেট সেটে হারেন তাঁরা। এখন মিক্সড ডাবলসে সানিয়া-বোপান্না জুটিই টেনিসে ভারতের শেষ ভরসা।