রিও: অলিম্পিকের প্রথম দিন রিও জুড়ে চলল নিরাপত্তা নিয়ে টেনশন৷ এদিন সাইক্লিং ট্র্যাকের ফিনিশিং লাইনে পরিত্যক্ত ব্যাগ ঘিরে উত্তেজনা ছড়ায়৷ তার আগে উদ্বোধনের সময় হঠাত্ করে আকাশে তিনটি ড্রোন দেখে পড়ে যায় হুড়োহুড়ি৷ প্রথমদিনের পর নিরাপত্তা নিয়ে চিন্তা বাড়ছে আয়োজকদের৷


অলিম্পিক শুরুর প্রথমদিনই একদিকে চলছে পদক জয়ের লড়াই৷ আর অন্যদিকে আয়োজকদের মাথাব্যথার কারন হয়ে উঠেছে অলিম্পিকের নিরাপত্তা৷ উদ্বোধন থেকে শুরু করে শনিবার দিনভর এই নিয়েই সরগরম থাকল ব্রাজিল পুলিশ৷

এদিন, সাইক্লিং ইভেন্ট চলাকালীন হঠাত্ই ফিনিশিং লাইনের সেষে দেখা যায় পরিত্যক্ত ব্যাগ৷ যা নিয়ে রীতিমত উত্তেজনা ছড়িয়ে পড়ে সাইক্লিস্ট ও আয়োজকদের মধ্যে৷ অবশেষে বম্ব স্কোয়াড এসে গুলি চালায় সেই পরিত্যক্ত ব্যাগে৷ গুলির আওয়াজে আতঙ্ক ছড়ায় বিস্ফোরণের৷ পরে বম্ব স্কোয়াডের পক্ষ থেকে জানানো হয়েছে, আতঙ্কিত হওয়ার মত কিছু নেই৷ কিছুই মেলেনি ব্যাগে৷

পুলিশ সূত্রের খবর, উদ্বোধনের সময় রিও-র আকাশে উদ্বোধনের সময় দেখা যায় তিনটি ড্রোন৷ এরপরই নিরাপত্তাকর্মীদের কর্মীদের মধ্যে তত্পরতা শুরু হয়৷ পুলিশ সূত্রের খবর, একটি ড্রোন বাজেয়াপ্ত করা হলেও মেলেনি বাকি দুটি৷ তবে কে বা কারা এই ড্রোন উড়িয়ে তা নিয়ে মুখে কুলুপ পুলিশ আধিকারিকের৷ এদিকে এএফপি সূত্রের খবর, রিও-তে অন্য ঘটনায় গুলিতে নিহত হয়েছেন দুজন৷