হায়দরাবাদ: টানা দু বছর মহিলা ডাবলসে এক নম্বরে ভারতের সানিয়া মির্জা। সিঙ্গাপুরে ডবলুটিএ খেতাব ধরে রাখতে ব্যর্থ হলেও, শীর্ষস্থান ধরে রাখতে পেরেছেন এই হায়দরাবাদি তারকা। সিঙ্গাপুরের প্রতিযোগিতার সেমিফাইনালে গতবারের চ্যাম্পিয়ন সানিয়া ও মার্টিনা হিঙ্গিসকে হারিয়ে দেন একাতেরিনা মাকারোভা ও এলিনা ভেসনিনা। এরপর ফাইনালে তাঁরা হারিয়ে দেন বেথানি ম্যাটেক-স্যান্ডস ও লুসি সাফারোভাকে। এরপরেই সানিয়ার এক নম্বরে থাকা নিশ্চিত হয়ে যায়।

এই খবর পাওয়ার পর স্বভাবতই উল্লসিত সানিয়া বলেছেন, ‘আমি খুব খুশি। টানা দু বছর এক নম্বরে খাকা অসাধারণ সম্মান। আমার এই যাত্রা অবিশ্বাস্য। আমার স্বপ্ন ছিল এটা। আমার সবসময় মনে হয়েছে, যে কোনও ক্ষেত্রে শীর্ষে যাওয়া বিশাল কৃতিত্বের। তবে দীর্ঘদিন এক নম্বরে থাকা সেখানে পৌঁছনোর থেকেও বেশি কঠিন।’

সানিয়া বেশ কিছুদিন ধরেই অসাধারণ ফর্মে আছেন। মার্টিনার সঙ্গে জুটি বেঁধে অস্ট্রেলিয়ান ওপেন জেতার পর বারবোরা স্ট্রাইকোভার সঙ্গে সিনসিনাটি মাস্টার্স চ্যাম্পিয়ন হন সানিয়া। সেই কারণেই তিনি আজ এক নম্বর।