যুবরাজের দ্বিশতরান, বরোদার বিরুদ্ধে ৩ পয়েন্ট পঞ্জাবের
Web Desk, ABP Ananda | 30 Oct 2016 06:16 PM (IST)
নয়াদিল্লি: এক ম্যাচে তিনটি দ্বিশতরান! রঞ্জি ট্রফিতে পঞ্জাব-বরোদা ম্যাচে এমনই নজিরবিহীন ঘটনা দেখা গেল। প্রথম ইনিংসে বরোদার দীপ হুডার অপরাজিত ২৯৩ রানের পর পঞ্জাবের হয়ে ওপেনার মনন ভোহরা ২২৪ এবং যুবরাজ সিংহ ২৬০ রান করলেন। হাইস্কোরিং ম্যাচে প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে তিন পয়েন্ট পেল পঞ্জাব। এই হাইস্কোরিং ম্যাচে প্রথমে ব্যাট করে ৫২৯ রান করে বরোদা। জবাবে প্রথম ইনিংসে পঞ্জাব ৬৭০ রান করে। এরপর ম্যাচের ফল হওয়ার কোনও সম্ভাবনা ছিল না। তা সত্ত্বেও দ্বিতীয় ইনিংসে ১৪ ওভার ব্যাট করে ৩৭ রান তোলে বরোদা।