নয়াদিল্লি: রবিবার বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ। তার আগে দু’দেশের টিভি চ্যানেলেই আপত্তিকর বিজ্ঞাপন দেখানো শুরু হয়েছে। এর নিন্দা করলেন টেনিস তারকা সানিয়া মির্জা। তিনি ট্যুইটারে লিখেছেন, ‘সীমান্তের দু’পারেই আপত্তিকর বিজ্ঞাপন দেখানো হচ্ছে। এভাবে এই ম্যাচ নিয়ে হাইপ তোলার কোনও মানে হয় না। ইতিমধ্যেই মানুষের যথেষ্ট মনোযোগ আকর্ষণ করা হয়েছে। যদি কারও মনে হয়, এই ম্যাচটি ক্রিকেটের চেয়ে বেশি কিছু, তাহলে তাঁর জীবনকে নতুনভাবে দেখা উচিত।’



পাকিস্তানের একটি টিভি চ্যানেলে এক ব্যক্তিকে ভারতীয় বায়ুসেনার পাইলট অভিনন্দন বর্তমানের মতো সাজিয়ে ব্যঙ্গাত্মক বিজ্ঞাপন দেখানো হচ্ছে। ভারতে আবার একটি চ্যানেলে যে বিজ্ঞাপন দেখানো হচ্ছে, এক ভারতীয় সমর্থক নিজেকে পাকিস্তানের বাবা বলছেন। এই দু’টি বিজ্ঞাপনেরই নিন্দা করেছেন সানিয়া।