লন্ডন: ব্রিটেনের হাইকোর্ট জামিন দিল না নীরব মোদিকে। হিরে ব্যবসায়ী নীরব প্রায় ২০০ কোটি টাকার পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি ও বেআইনি আর্থিক লেনদেন মামলায় ভারতে প্রত্যর্পণের চেষ্টা ঠেকাতে আইনি লড়াই চালাচ্ছেন। আজ তাতে ধাক্কা খেলেন তিনি। রয়্যাল কোর্টস অব জাস্টিসে বিচারক ইনগ্রিড সিমলার নীরবের জামিনের আবেদন নাকচ করে বলেন, এটা মনে করার যথেষ্ট যুক্তি, ভিত্তি আছে যে, উনি আত্মসমর্পণ করবেন না। তাছাড়া তিনি ছাড়া পেলে সাক্ষীদের প্রভাবিত করা ও ন্যয়বিচার প্রক্রিয়ায় বাধা দেওয়ার চেষ্টা হতে পারে বলেও ধারণা বিচারকের।
নীরব ধরা দেবেন না, এহেন আশঙ্কায় আগের তিন-তিনবার জামিনের আবেদন নাকচ করে ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেটের কোর্টের দেওয়া রায় বদলাতে বিচারককে বোঝানোর প্রয়াসে যুক্তি-বক্তব্য পেশ করে নীরবের আইনজীবীদের টিম।
লন্ডনের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেটের আদালত ইতিমধ্যে নীরবের আগের তিনবারের জামিনের আবেদন খারিজ করে দেয়। বিচারক জানিয়ে দেন, নীরব ধরা দেবেন না, ‘সত্যিই এমন যথেষ্ট আশঙ্কা’ রয়েছে। নীরবের তরফে জামিনের সিকিউরিটির যে প্রস্তাব দেওয়া হয়, তা যথেষ্ট নয় বলেও অভিমত দেন তিনি।
প্রসঙ্গত, গত ১৯ মার্চ নীরবকে গ্রেফতার করেন কর্তব্যরত স্কটল্যান্ড ইয়ার্ডের অফিসাররা। মধ্য লন্ডনে বাহিনীর মেট্রো ব্যাঙ্ক শাখার প্রত্যর্পণ ওয়ারেন্টের ভিত্তিতে তাঁকে পাকড়াও করা হয়। সেই থেকে কারাগারে আছেন নীরব।