উহান (চিন): উহান ওপেনের ফাইনালে উঠেও শেষরক্ষা করতে পারলেন না সানিয়া মির্জা ও তাঁর পার্টনার বারবোরা স্ট্রাইকোভা। বেথানি ম্যাটেক স্যান্ডস ও লুসি সাফারোভার কাছে স্ট্রেট সেটে হেরে গেল ইন্দো-চেক জুটি। তৃতীয় বাছাই সানিয়া-বারবোরা হারলেন ১-৬, ৪-৬ ফলে।
সুইস তারকা মার্টিনা হিঙ্গিসের সঙ্গে বিচ্ছেদের পর বারবোরার সঙ্গে জুটি বেঁধে চারটি টুর্নামেন্টের মধ্যে তিনটিতেই চ্যাম্পিয়ন হয়েছিলেন সানিয়া। ফলে উহান ওপেনেও তিনি জয় পাবেন বলে আশা ছিল টেনিসপ্রেমীদের। কিন্তু ফাইনালে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারলেন না হায়দরাবাদের টেনিস-সুন্দরী।
উহান ওপেনের ফাইনালে হার সানিয়ার
Web Desk, ABP Ananda
Updated at:
01 Oct 2016 02:53 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -