নয়াদিল্লি: সঞ্জু স্যামসনকে নিয়ে ভিন্নমত গৌতম গম্ভীর, শশী তারুরের। স্যামসনের ৪২ বলে ৮৫ তে ভর করে রবিবার কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের (আরআর) ৪ উইকেটে জয়ের পর সোস্যাল মিডিয়ায় ২৫ বছর বয়সি উইকেটরক্ষক-ব্যাটসম্যানের প্রশংসার ঢল নেমেছে। তারুর লেখেন, তিনি স্যামসনের যখন ১৪ বছর বয়স, তখনই তাকে বলেছিলেন, সে একদিন মহেন্দ্র সিংহ ধোনি হয়ে উঠবে।
এবার সংযুক্ত আরব আমিরশাহির আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে ওপেন করে ছক্কার ফুলঝুরি ছড়াচ্ছেন স্যামসন। সিএসকে ও কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে যথাক্রমে ৭৪, ৮৫ রান করেছেন তিনি।
তারুর ট্যুইট করেছেন, রাজস্থান রয়্য়ালস কী দুর্দান্ত অবিশ্বাস্য জয় পেল। আমি এক দশক ধরে সঞজুকে চিনি, ওর যখন ১৪ বছর বয়স, তখন ওকে বলেছিলাম, ও আগামীদিনের এমএস ধোনি হবে। সেইদিনটা আজ এল। এই আইপিএলে ওর দুটো বিস্ময়কর ইনিংসের পর বোঝা যাচ্ছে, একজন বিশ্বমানের খেলোয়াড় এলেন।


কিন্তু তারুরের বক্তব্যে একমত নন গম্ভীর, যদিও তিনিও বরাবর স্যামসনকে সমর্থন করেছেন তাঁর পারফরম্যান্সের জন্য। বিজেপি সাংসদের ট্যুইট, সঞ্জু স্যামসনের অন্য কারও মতো হওয়ার দরকার নেই। ওর নিজের পৃথক পরিচিতি গড়ে উঠবে। ও হবে ভারতীয় ক্রিকেটের ‘দি’ সঞ্জু স্যামসন।
সিএসকের বিরুদ্ধে স্য়ামসনের ৩২ বলে ৭৪ এর পরও গম্ভীর ট্যুইট করেছিলেন, সঞ্জু স্যামসন কেবলমাত্র ভারতের সেরা উইকেটকিপার-ব্যাটসম্যানই নয়, ভারতের সবচেয়ে সেরা তরুণ ব্যাটসম্যানও। গম্ভীর বিসিসিআইকেও খোঁচা দিয়ে লেখেন, প্রত্যেকে ওকে নিতে তৈরি, কিন্তু ভারতীয় টিমেই জায়গা হচ্ছে না!