করাচি: ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির একটি নজির স্পর্শ করলেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ। ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় উইকেটকিপার হিসেবে ৫০টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে দলকে নেতৃত্ব দিলেন সরফরাজ। আজ করাচিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে খেলতে নেমে এই নজির গড়লেন তিনি। সাফল্যের বিচারে অবশ্য ধোনি এগিয়ে।
ভারতের অধিনায়ক হিসেবে ২০০টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেন ধোনি। তাঁর নেতৃত্বে ১১০টি ম্যাচে জয় পায় ভারতীয় দল। হার ৭৪টি ম্যাচে। পাঁচটি ম্যাচ টাই হয়ে যায় এবং ১১টি ম্যাচে কোনও ফল হয়নি।
সরফরাজ এখনও পর্যন্ত একদিনের আন্তর্জাতিকে পাকিস্তানের অধিনায়ক হিসেবে ২৭টি ম্যাচে জয় পেয়েছেন এবং ২০টি ম্যাচ হেরেছেন। চলতি সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যায়। দ্বিতীয় ম্যাচে সহজ জয় পেয়েছে পাকিস্তান। আজ তৃতীয় ম্যাচ চলছে। এই ম্যাচ জিতলেই সিরিজ দখলে নেবে পাকিস্তান।
ধোনির পর দ্বিতীয় উইকেটকিপার হিসেবে ৫০টি একদিনের আন্তর্জাতিকে দলকে নেতৃত্ব দেওয়ার নজির সরফরাজের
Web Desk, ABP Ananda
Updated at:
02 Oct 2019 05:33 PM (IST)
ভারতের অধিনায়ক হিসেবে ২০০টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেন ধোনি।
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -