করাচি: আগামীকাল বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামবে পাকিস্তান। তার আগে টনটনের পিচ দেখে অসন্তোষ প্রকাশ করলেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ। পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে এমনই খবর। পাক অধিনায়কের অভিযোগ, আইসিসি প্রতিযোগিতায় ভারতের ম্যাচগুলিতে পিচ থেকে ব্যাটসম্যান ও স্পিনাররা সাহায্য পেয়ে থাকেন। এই ম্যাচগুলি এমন পিচে খেলা হয়, যেগুলিতে এশিয়ার দলগুলি খেলতে অভ্যস্ত। অন্যদিকে, পাকিস্তানের ম্যাচগুলি এমন পিচে খেলা হয়, যেটি থেকে তাঁরা সাহায্য পান না। পিচে পেস ও বাউন্স থাকে। টনটনের পিচও সেরকম।
এই প্রথম টনটনে একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে পাকিস্তান। একদিনের আন্তর্জাতিকে এই প্রথম অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন সরফরাজ। কিন্তু তিনি এই ম্যাচের আগে মোটেই স্বস্তিতে নেই। কারণ, টনটনের পিচে ঘাস রয়েছে। ফলে পেস বোলাররা সাহায্য পাবেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এই পিচ দেখেই ক্ষুব্ধ সরফরাজ।
এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাত্র ১০৫ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। তিন উইকেট হারিয়েই সেই রান টপকে যায় ক্যারিবিয়ানরা। দ্বিতীয় ম্যাচেই অবশ্য ঘুরে দাঁড়ায় পাকিস্তান। আয়োজক দেশ ইংল্যান্ডকে ১৪ রানে হারিয়ে দেয় সরফরাজের দল। বৃষ্টির জন্য শ্রীলঙ্কার বিরুদ্ধে পাকিস্তানের ম্যাচটি ভেস্তে যায়। ফলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচটি পাকিস্তানের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আইসিসি প্রতিযোগিতায় ভারত পিচ থেকে সাহায্য পায়, পাকিস্তানের ক্ষেত্রে উল্টো হয়, অভিযোগ সরফরাজের
Web Desk, ABP Ananda
Updated at:
11 Jun 2019 05:56 PM (IST)
এই প্রথম টনটনে একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে পাকিস্তান।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -