কয়েক বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে ছিলেন যুবি।যদিও এবারের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে কয়েকটি ম্যাচ খেলেছেন তিনি। তাঁর অবসরের খবরে বিষন্ন অনুরাগীরা। ক্রিকেট সহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টরা। পিছিয়ে নেই বলিউডও। আন্তর্জাতিক ক্রিকেট থেকে ভারতীয় ক্রিকেটের যুবরাজের বিদায়ের অবসরের দিন তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন সিনেমা জগতের তারকারাও। যুবরাজের প্রাক্তন গার্লফ্রেন্ড তথা বলিউডের নামী অভিনেত্রী কিম শর্মাও সোশ্যাল মিডিয়া মারফত্ শুভেচ্ছা জানিয়েছেন।
কিম শর্মার ট্যুইট- দুর্দান্ত খেলেছ যুবরাজ সিংহ। ক্রীড়াজগতে কিছু অবিস্মরণীয় মুহূর্ত উপহার দেওয়ার জন্য স্ট্যান্ডিং ওভেশন। হ্যাজেল কিচের সঙ্গে তোমার আগামী দিনগুলি মধুর হয়ে উঠুক।
হ্যাজেল কিচের সঙ্গে বিয়ের আগে যুবরাজের সঙ্গে কিম ছাড়াও বলিউডের আরও কয়েকজন তারকার সম্পর্কের জল্পনা ছড়িয়েছিল। এই তারকাদের মধ্যে রয়েছেন মিনীষা লাম্বা, শমিতা শেঠ্ঠি, রিয়া সেন, প্রীতি জিন্টা এবং দীপিকা পাড়ুকোন।
হ্যাজেল তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যুবরাজের সাংবাদিক বৈঠকের একটি ছবি শেয়ার করে লিখেছেন, একটা যুগের অবসান। নিজেকে নিয়ে গর্বিত হও। সামনে এগিয়ে যাও। ভালোবাসি, যুবরাজ।
অভিনেত্রী রবীনা ত্যান্ডনের ট্যুইট- প্রিয় যুবরাজ, মর্মস্পর্শী সাহসী সিদ্ধান্ত। দুর্দান্ত ইনিংসের মাধ্যমে বরাবরই আমাদের বিনোদন দিয়েছ।দেশকে গর্বিত করেছ। ভবিষ্যতের জন্য তোমাকে শুভেচ্ছা।