হাংঝাউ: এশিয়ান গেমসে (Asian Games 2023) আরও একটি পদক নিশ্চিত করল ভারত। পুরুষদের ব্যাডমিন্টনের ডাবলসে সেমিফাইনালে জয় ছিনিয়ে নিল ভারতের সাত্ত্বিকসাইরাজ-চিরাগ জুটি। সেমিফাইনালে তাঁরা জয় ছিনিয়ে নিলেন ২১-১৭, ২১-১২ ব্যবধানে। তারা হারিয়ে দিলেন মালয়েশিয়ার ব্যাডমিন্টন জুটিকে। এই জয়ের ফলে রুপোর পদক নিশ্চিত করে ফেললেন ভারতীয় জুটি। ফাইনালে যদি তারা হেরেও যান তবুও ভারতের ঝুলিতে একটি রুপো আসছেই। 


এদিকে, মাঝে ৪১ বছর। ১৯৮২ সালের পর ২০২৩ এশিয়ান গেমস। দীর্ঘ সময়ের ব্যবধানে এশিয়ান গেমসের মঞ্চে ভারতের শাপমোচন। ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলসে ফের এক পদক তালিকায় নাম তুলল ভারত। এইচএস প্রণয়ের (HS Prannoy) দুরন্ত পারফরম্যান্সে তৈরি হল যে নজির। ১৯৮২-র এশিয়াডের ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলসে ব্রোঞ্জ পদক জিতেছিলেন সৈয়দ মোদি।


১৯তম এশিয়ান গেমসের (Asian Games) শুরু থেকেই দুরন্ত ছন্দে ছিলেন ৩১ বছরের প্রণয়। যদিও সেমিফাইনালের মঞ্চে হোঁচট খেতে হয়েছে ভারতীয় শাটলারকে। শীর্ষ বাছাই চিনের লি শি ফেংয়ের কাছে স্ট্রেট সেটে শেষ চারের ম্যাচে হেরে গিয়েছিলেন এইচএস প্রণয়। যার জেরে থমকে যায় সোনার স্বপ্ন। সেমিফাইনালে হারের জেরে ব্রোঞ্জ পদক নিতেই সন্তুষ্ঠ থাকতে হচ্ছে তাঁকে। বিশ্বের এক নম্বরের বিরুদ্ধে লড়াই করলেও দাপট দেখিয়ে ২১-১৬, ২১-৯ ব্যবধানে প্রণয়কে হারান লি। পিঠের ব্যথায় মাঝে ভুগে পুরুষদের টিম ইভেন্টে নামতে পারেননি প্রণয়। সেই ধাক্কা যে পুরোপুরি কাটেনি, সেটার জের খানিক এদিন পড়েছে তাঁর পারফরম্যান্সে।


এবারের এশিয়া কাপে আগাগোড়া বজায় ছিল ভারতীয় হকি দলের দাপট। ফাইনালের মঞ্চেও যার কোনও ব্যতিক্রম হয়নি। জাপানকে ৫-১ ফলে উড়িয়ে দিল তাঁরা। খেলার ২৫ মিনিটের মাথায় মনপ্রীতের রিভার্স হিটে প্রথম গোলের খাতা খোলে ভারতীয় পুরুষ হকি দল। ৩২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান বাড়ায় ভারত। হার্দিকের থেকে বল পেয়ে মনদীপের সাজানো বলে নিখুঁত নিশানায় লক্ষ্যভেদ করেন হরমনপ্রীত। মিনিট চারেকের মধ্যে সুখজিৎ ভারতের পক্ষে ৩ নম্বর গোলটি করেন। ৪৮ মিনিটে অভিষেকের সুবাদে ভারতের চতুর্থ গোল। যদিও তার মিনিট তিনেক পরেই পেনাল্টি কর্নার থেকে পাল্টা একটি গোল জাপানের। যদিও ৫৯ মিনিটের মাথায় ফের হরমনপ্রীতের গোলে ৫-১ গোলে ম্যাচ জয় ও দেশকে সোনা জেতানো নিশ্চিত করে দেন অধিনায়ক হরমনপ্রীত সিংহ (Harmanpreet Singh)।