নয়াদিল্লি: ইন্ডিয়া ওপেনের (India Open 2024) ফাইনালে হেরে গেলেন সাত্ত্বিক সাইরাজ ও চিরাগ শেট্টি জুটি। টুর্নামেন্টে ফাইনালে কাং মিল হিউক ও সিইও সাং জেই জুটির বিরুদ্ধে হেরে রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হল ভারতীয় ব্য়াডমিন্টন (Badminton) জুটিকে। এশিয়ান গেমস (Asian Games) চ্যাম্পিয়নরা সাত্ত্বিক-চিরাগরা ২১-১৫, ১১-২১, ১৮-২১ ব্যবধানে হেরে গেলেন। ৬৫ মিনিটের লড়াই শেষে হার মানে এই ভারতীয় জুটি। গত মরশুমে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিলেন সাত্ত্বিক-চিরাগ জুটি। কোরিয়ান জুটির বিরুদ্ধে এগত সপ্তাহেই মালয়েশিয়া ওপেনে শেষবার দেখা হয়েছিল এই ভারতীয় জুটির। এদিনের ম্য়াচে নামার আগে মুখোমুখি সাক্ষাতে যদিও সাত্ত্বিকরাই এগিয়ে ছিলেন ৪-১ ব্যবধানে। কিন্তু এদিন কঠিন লড়াই করে অবশেষে হার মানতে হয়।
রেকর্ড গড়লেন পূজারা
ভারতের চতুর্থ ব্যাটার হিসাবে এই তালিকায় নাম লেখালেন পূজারা। নাগপুরে বিদর্ভের বিরুদ্ধে ম্যাচে এই কীর্তি স্পর্শ করলেন ডানহাতি ব্যাটার। ম্যাচের প্রথম ইনিংসে ১০৫ বলে ৪৩ রান করেন তিনি। দ্বিতীয় ইনিংসে ১৩৭ বলে করেন ৬৬ রান। ২৩৮ রানে বিদর্ভকে হারিয়ে ম্যাচ জিতেছে তাঁর দল সৌরাষ্ট্র।
২৬০টি প্রথম শ্রেণির ম্যাচে ২০,০১৩ রান হয়ে গেল পূজারার। ৫১.৯৮ গড়ে রান করেছেন তিনি। রয়েছে ৬১টি সেঞ্চুরি ও ৭৮টি হাফসেঞ্চুরি। সর্বোচ্চ স্কোর ৩৫২।
এই তালিকায় পূজারার আগে রয়েছেন রাহুল দ্রাবিড় (২৩,৭৯৪ রান), সচিন তেন্ডুলকর (২৫,৩৯৬ রান) ও সুনীল গাওস্কর (২৫,৮৯৬ রান)। ভারতের হয়ে ১০৩টি টেস্ট ম্যাচে ৭১৯৫ রান করেছেন পূজারা। ৪৩.৬০ গড়ে। আন্তর্জাতিক মঞ্চে রয়েছে ১৯টি সেঞ্চুরি ও ৩৫টি হাফসেঞ্চুরি। খেলেছেন মোট ১৭৬টি ইনিংস। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর সর্বোচ্চ স্কোর অপরাজিত ২০৬ রান।
নজির জকোভিচের
বিশ্বের প্রথম টেনিস খেলোয়াড় হিসাবে ২৫ গ্র্যান্ড স্ল্যাম জয়ের হাতছানি। যে কীর্তি শুধু যে নোভাক জকোভিচের (Novak Djokovic) কেরিয়ারে কোহিনূর হয়ে থেকে যাবে তাই নয়, তৈরি করবে নতুন দৃষ্টান্ত। আর এই নজিরে সামনে দাঁড়িয়ে তরতরিয়ে দৌড়চ্ছে জকোভিচের জয়রথ। টুর্নামেন্টের ২০ তম বাছাই আদ্রিয়ান মানারিনোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন সার্বিয়ার টেনিস তারা। রড লেভার এরেনার ফরাসি প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি জোকার। মানারিনোকে হারালেন ৬-০, ৬-০, ৬-৩ স্ট্রেট সেটে। অস্ট্রেলিয়া ওপেনে (Australia Open) দশবারের চ্যাম্পিয়ন জকোভিচের সামনে এবার মেলবোর্ন পার্কে (Melbourne Park) একাদশ খেতাব জয়ের সুযোগ।