মস্কো: উদ্বোধনী ম্যাচে রাশিয়ার কাছে ৫-০ গোলে বিপর্যস্ত হওয়ার পর দেশের ফুটবল ফেডারেশনের রোষের কোপে সৌদি আরবের ফুটবলাররা।


দেশের একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাতকারে সৌদি ফুটবল ফেডারেশনের প্রধান আদেল এজ্জাত বলেছেন, এরকম হারে আমরা আশাহত। ফলাফল একেবারে অসন্তোষজনক। কারণ, যেভাবে আমরা প্রস্তুতি নিয়েছি, গতকালের ম্যাচে তা একেবারে প্রতিফলিত হয়নি।


এজ্জাত জানিয়েছেন, একপ্রকার লজ্জাজনর হারের ফলে দলের কয়েকজন ফুটবলারের জরিমানা হবে। সেই তালিকায় রয়েছে গোলকিপার আবদুল্লা আল-মায়ুফ, স্ট্রাইকার মহম্মদ আল-সাহলাওয়ি এবং ডিফেন্ডার ওমর হাওয়াওয়ি।


টুইটারে একটি ভিডিও পোস্ট করে রাশিয়ার বিরুদ্ধে ম্যাচকে একেবারে বিপর্যয় বলে উল্লেখ করেছেন আরবের জেনারেল স্পোর্ট অথরিটির চেয়ারম্যান তুর্কি বিন আব্দুলমোহসেন আল-শেখ।


প্রসঙ্গত, বৃহস্পতিবার মস্কোয় ২০১৮ ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে রাশিয়ার কাছে ৫ গোলে বিধ্বস্ত হয় সৌদি দল। আগামী ২০ জুন দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হতে চলেছে তারা।