হাংঝৌ: ১৯তম এশিয়ান গেমসে (Asian Games 2022) পুরুষদের সিঙ্গেলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন সৌরভ ঘোষাল (Saurav Ghosal)। বাংলার তারকা স্কোয়াশ (Squash) খেলোয়াড় সহজেই ৩-০ নিজের ম্যাচ জিতে নেন। তবে মহিলাদের সিঙ্গলসে হেরে ছিটকে গেলেন অভিজ্ঞ জ্যোৎস্না চিনাপ্পা (Joshna Chinappa)। অবশ্য তনভী খান্না (Tanvi Khanna) সহজ জয়ে শেষ আটে নিজের স্থান পাকা করেন।


কুয়েতের আম্মার আল তামিমির বিরুদ্ধে ১১-৪, ১১-৪, ১১-৬ স্কোরলাইনে জয় পান ৩৭ বছর বয়সি সৌরভ ঘোষাল। সেমিফাইনালে পৌঁছনোর লক্ষ্য সৌরভ জাপানের সুকুইয়ের মুখোমুখি হবেন। এই জাপান তারকার বিরুদ্ধেই ভারতের মহেশ মাঙ্গাওকারকে হারতে হয়েছে। ভারতীয় তারকার বিপক্ষে ম্যাচের স্কোর ১১-৬, ১১-২, ১১-৬। জোৎস্না চিনাপ্পা কিন্তু নিজের ম্যাচে বেশ লড়াই করেছিলেন। কোরিয়া প্রজাতন্ত্রের হেওর বিরুদ্ধে প্রথম গেম ৪-১১ তে হারলেও, দ্বিতীয় গেম ১২-১০ স্কোরে জিতে ম্যাচে ফিরে আসেন জোৎস্না। তবে শেষ দুই গেম লড়াই করেও ৯-১১ ও ৮-১১ স্কোরলাইনে হেরে ম্যাচ হারেন তিনি।


 






২০১৮ সালে জাকার্তায় আয়োজিত গতবারের এশিয়ান গেমসে জ্যোৎস্না সিঙ্গেলসে ব্রোঞ্জ জিতেছিলেন। মহিলাদের দলগত বিভাগেও এসছিল ব্রোঞ্জ। তবে এবার খালি হাতেই ফেরত আসতে হচ্ছে তাঁকে। তনভীর খান্না কিন্তু দাপুটে মেজাজে তাইল্যান্ডের আরিছায়াকে হারান। সেই ম্যাচের স্কোর ১১-১, ১১-৩, ১১-২। সেমিতে পৌঁছনোর লক্ষ্যে পরের ম্যাচে সাতোমি ওয়াতানাবের মুখোমুখি হবেন তিনি। 


মিক্সড ডাবলসে আবার অভয় সিংহদের জয়ের ধারা অব্যাহত। অনাহত সিংহ ও অভয়ের জুটি পুল ডি-র ম্যাচে নাগাড়ে তৃতীয় জয় পেল। তাইল্যান্ডের অনন্তনা এবং অর্করাদ্রেতকে ভারতীয় জুটি ১১-৫, ১১-৬ স্কোরলাইনে হারায়। পুল এ-তে থাকা তারকা স্কোয়াশ খেলোয়াড় জুটি দীপিকা পাল্লিকল ও হরিন্দরপাল সিংহ মঙ্গলবার নিজেদের তৃতীয় মিক্সড ডাবলস ম্যাচে কোর্টে নামবেন। 


প্রসঙ্গত, আজ ভারতীয় পুরুষ হকি দলও বাংলাদেশের বিরুদ্ধে দুরন্ত জয় পেয়ে সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করে ফেলল। হরমনপ্রীত সিংহ ও মনদীপ সিংহের হ্যাটট্রিকে ১২-০ বাংলাদেশকে হারাল ভারত।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: বাতিল শ্রীলঙ্কার পদক, ৪X৪০০ মিটার মিক্সড রিলে দৌড়ে ভারতের ব্রোঞ্জ বদলে হল রুপো