আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছেন, ৩ মে পর্যন্ত দেশজুড়ে লকডাউন জারি থাকবে। আজই দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গিয়েছে। সংক্রমণ রোখার জন্যই লকডাউনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে একইসঙ্গে করোনার প্রভাবমুক্ত এলাকায় আগামী দিনে কিছুটা ছাড় দেওয়ার ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী। উল্টোদিকে করোনার হটস্পটগুলিতে আরও কঠোর ভাবে লকডাউনের নিয়ম কার্যকরী হবে বলেও তিনি জানিয়েছেন। এই পরিস্থিতিতে দেশবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিলেন পঠান।