আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছেন, ৩ মে পর্যন্ত দেশজুড়ে লকডাউন জারি থাকবে। আজই দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গিয়েছে। সংক্রমণ রোখার জন্যই লকডাউনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে একইসঙ্গে করোনার প্রভাবমুক্ত এলাকায় আগামী দিনে কিছুটা ছাড় দেওয়ার ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী। উল্টোদিকে করোনার হটস্পটগুলিতে আরও কঠোর ভাবে লকডাউনের নিয়ম কার্যকরী হবে বলেও তিনি জানিয়েছেন। এই পরিস্থিতিতে দেশবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিলেন পঠান। বাইরের বলে খোঁচা দিলে চলবে না, দেশের জন্য উইকেটে থেকে টেস্ট ম্যাচ বাঁচাতে হবে, করোনা প্রসঙ্গে ইরফান পঠান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Apr 2020 08:34 PM (IST)
আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছেন, ৩ মে পর্যন্ত দেশজুড়ে লকডাউন জারি থাকবে।
নয়াদিল্লি: ক্রিকেটের পরিভাষা ব্যবহার করে করোনা ভাইরাস নিয়ে দেশবাসীকে সতর্কবার্তা দিলেন ভারতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পঠান। তাঁর ট্যুইট, ‘করোনা ভাইরাস একটি বোলিং মেশিনের মতো। এটি নিয়ন্ত্রিত। সব বল অফস্ট্যাম্পের বাইরে আসছে। আমরা যতক্ষণ পর্যন্ত বাইরের বলে খোঁচা দিচ্ছি না, ততক্ষণ কোনও সমস্যা নেই। এর ফলে আমরা উইকেটে টিকে থাকতে পারব এবং দেশের জন্য টেস্ট ম্যাচ বাঁচাতে পারব।’