মুম্বই: আগামী দুদিনের মধ্যে তাদের বিভিন্ন শাখায় ও এটিএমগুলিতে যাতে পর্যাপ্ত পরিমাণ ১০০ টাকার নোট পাওয়া যায়, তার বন্দোবস্ত করতে উদ্যোগ নিয়েছে দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)। গতকাল সরকার ৫০০ ও ১,০০০ টাকার নোট বাতিল ঘোষণার পর  দেশের বিভিন্ন স্থানে এটিএমগুলির সামনে দীর্ঘ লাইন দেখা গিয়েছে। এই অবস্থায় এসবিআই-এর ম্যানেজিং ডিরেক্টর রজণীশ কুমার বলেছেন, ‘আমাদের হাতে পর্যাপ্ত সংখ্যক ১০০ টাকার নোট রয়েছে। এই নোটগুলি আগামী দুদিনের আমাদের সমস্ত শাখা ও এটিএমগুলিতে পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করা হচ্ছে’।

এসবিআই এবং তার পাঁচ সহযোগী ব্যাঙ্কগুলির ৫৫ হাজার এটিএম, ৭ হাজার ক্যাশ ডিপোজিট মেশিন (সিডিএম) রয়েছে। এসবিআই-এর একারই রয়েছে ১৭ হাজার ব্র্যাঞ্চ। গ্রাহকের সংখ্যা কোটি কোটি। এছাড়াও রয়েছে ৩ হাজার পিওএস মেশিন। এই মেশিন থেকে গ্রাহকরা একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ তুলতে পারেন।

এসবিআই ম্যানেজিং ডিরেক্টর কুমার আরও বলেছেন, ৫০০ ও ১ হাজার টাকার নোট নিয়ে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। তাঁরা এখনও ওই নোটগুলি তাঁদের অ্যাকাউন্টে জমা দিতে পারবেন।

উল্লেখ্য, বাজারে নতুন ৫০০ ও দুই হাজার টাকার নোট আসার ঘোষণাও করেছে সরকার। যদিও এই নতুন নোটগুলি এটিএম থেকে দেওয়ার ব্যবস্থা রাতারাতি করা সম্ভব নয়। এজন্য কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন কুমার।