মুম্বই: আগামী দুদিনের মধ্যে তাদের বিভিন্ন শাখায় ও এটিএমগুলিতে যাতে পর্যাপ্ত পরিমাণ ১০০ টাকার নোট পাওয়া যায়, তার বন্দোবস্ত করতে উদ্যোগ নিয়েছে দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)। গতকাল সরকার ৫০০ ও ১,০০০ টাকার নোট বাতিল ঘোষণার পর দেশের বিভিন্ন স্থানে এটিএমগুলির সামনে দীর্ঘ লাইন দেখা গিয়েছে। এই অবস্থায় এসবিআই-এর ম্যানেজিং ডিরেক্টর রজণীশ কুমার বলেছেন, ‘আমাদের হাতে পর্যাপ্ত সংখ্যক ১০০ টাকার নোট রয়েছে। এই নোটগুলি আগামী দুদিনের আমাদের সমস্ত শাখা ও এটিএমগুলিতে পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করা হচ্ছে’।
এসবিআই এবং তার পাঁচ সহযোগী ব্যাঙ্কগুলির ৫৫ হাজার এটিএম, ৭ হাজার ক্যাশ ডিপোজিট মেশিন (সিডিএম) রয়েছে। এসবিআই-এর একারই রয়েছে ১৭ হাজার ব্র্যাঞ্চ। গ্রাহকের সংখ্যা কোটি কোটি। এছাড়াও রয়েছে ৩ হাজার পিওএস মেশিন। এই মেশিন থেকে গ্রাহকরা একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ তুলতে পারেন।
এসবিআই ম্যানেজিং ডিরেক্টর কুমার আরও বলেছেন, ৫০০ ও ১ হাজার টাকার নোট নিয়ে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। তাঁরা এখনও ওই নোটগুলি তাঁদের অ্যাকাউন্টে জমা দিতে পারবেন।
উল্লেখ্য, বাজারে নতুন ৫০০ ও দুই হাজার টাকার নোট আসার ঘোষণাও করেছে সরকার। যদিও এই নতুন নোটগুলি এটিএম থেকে দেওয়ার ব্যবস্থা রাতারাতি করা সম্ভব নয়। এজন্য কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন কুমার।
পর্যাপ্ত ১০০ টাকার নোট শাখা ও এটিএমগুলিতে পৌঁছে দিতে উদ্যোগী স্টেট ব্যাঙ্ক
ABP Ananda, web desk
Updated at:
09 Nov 2016 03:09 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -