নিউইয়র্ক: ইউএস সেনেট সিট জিতে ইতিহাস গড়লেন ক্যলিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল ইন্দো-মার্কিন মহিলা কমলা হ্যারিস। তিনিই প্রথম ভারতীয় বংশোদ্ভূত, যিনি এই সিট জিতেছেন।
বছর ৫১-র হ্যারিস ডেমোক্র্যান্ট প্রার্থী লরেটা স্যানচেজকে হারিয়ে সিটটি নিজের দখলে আনেন। হ্যারিস ষষ্ঠ কৃষ্ণাঙ্গ, যিনি ইউএস সেনেটে নির্বাচিত হলেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ছিলেন পঞ্চম কৃষ্ণাঙ্গ সেনেটর, যিনি এই সিটে নির্বাচিত হয়েছিলেন।
হ্যারিসের মা শ্যামলা গোপালন চেন্নাই থেকে আমেরিকায় গিয়েছিলেন পড়াশোনা সূত্রে। এন্ডোক্রিনোলজি এবং ক্যান্সারের জটিল প্রক্রিয়া নিয়ে গবেষণা করেছিলেন তিনি। সেখানেই আলাপ হয় জামাইকার বাসিল্দা ডোনাল্ড হ্যারিসের সঙ্গে। ডোনাল্ড এবং গোপালনেরই সন্তান কমলা। তাঁর জন্ম ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে।
মার্কিন সেনেট সিট জিতে ইতিহাস কমলা হ্যারিসের
Web Desk, ABP Ananda
Updated at:
09 Nov 2016 12:07 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -