কলকাতা: প্রস্তুতি ম্যাচে দারুণ খেলে চলেছে ইস্টবেঙ্গল। বুধবার আই লিগ জয়ী গোকুলাম কেরল এফসিকে (SC East Bengal) ২-১ গোলে হারিয়ে দিল লাল হলুদ শিবির। ম্যাচের ৪১ মিনিটে বিকাশ জাইরুর কর্নার থেকে হেড করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন বলবন্ত সিং। প্রথমার্ধের শেষ  ২-০ করেন সানা।


লাল হলুদ জার্সিতে এদিন অভিষেক হল চিমার। তবে প্রথম দিন ভাল কাটেনি তাঁর। ৪৫ মিনিট মাঠে থেকেও গোল পাননি। প্রথম একাদশে নাইজিরিয়ান স্ট্রাইকারকে রাখেননি মানোলো দিয়াজ। পরিবর্ত হিসেবে দ্বিতীয়ার্ধে মাঠে নামান চিমাকে। ম্যাচ শেষে তিনি জানান, নিজে গোল না পেলেও দলের জয়ে খুশি।


চিমা বলেন, 'প্রথমবার ইস্টবেঙ্গল জার্সিতে খেললাম। দল জেতায় খুশি। সতীর্থদের সঙ্গে ধীরে ধীরে বোঝাপড়া গড়ে উঠছে। আস্তে আস্তে দলের সঙ্গে পুরোপুরি মানিয়ে নিতে পারব।' বিরতির পর পুরো দল বদলে দেন লাল হলুদের স্প্যানিশ কোচ। চিমা, দার্বিসেভিচ সহ আটজনকে নামান। ৭১ মিনিটে রক্ষণের ভুলে এক গোল হজম করে ইস্টবেঙ্গল।


গোকুলামের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে পারায় খুশি এসসি ইস্টবেঙ্গল ডিফেন্ডার টমিস্লাভ মার্সেলা। ম্যাচের আগেই তিনি বলেছিলেন, 'ওরা গতবার আই লিগ জিতেছে তাই আশা করি দারুণ প্রতিদ্বন্দ্বিতা হবে। আমরা ধীরে ধীরে উন্নতি করছি। প্রথম প্রস্তুতি ম্যাচের থেকে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে দল ভাল খেলেছে। আশা করব, প্রত্যেক দিন আমরা এ ভাবেই উন্নতি করতে পারব।'


ভাস্কো স্পোর্টস ক্লাব, সালগাওকর এফসিকে হারানোর পর বুধবার গত মরসুমের আই লিগ জয়ী গোকুলম কেরল এফসিকে ২-১ ব্যবধানে হারিয়ে তৃতীয় প্রস্তুতি ম্যাচ জিতে নিল এসসি ইস্টবেঙ্গল। এ দিন সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিলেও ৪-৪-২ ছকে দল সাজিয়েছিলেন লাল-হলুদের নতুন কোচ মানোলো দিয়াজ (Jose Manuel Diaz)। নাইজিরিয়া থেকে আসা দীর্ঘকায় স্ট্রাইকার ড্যানিয়েল চিমা চুকুর উপর অনেক প্রত্যাশা থাকলেও, প্রথমবার লাল-হলুদ জার্সি গায়ে তেমন নজর কাড়তে পারলেন না তিনি।  পরিবর্ত হিসেবে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে একটি জোরাল শট মারলেও তাঁর শট রুখে গোকুলমের গোলকিপার আটকে দেন।