নয়াদিল্লি: ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের চলতি সিরিজের বাকি দুটি টেস্ট এবং একদিনের ও টি-২০ সিরিজের জন্য বিসিসিআই-কে ২.৮৩ কোটি টাকা খরচ করার অনুমতি দিল সুপ্রিম কোর্ট। বোর্ডের পক্ষ থেকে তিনটি একদিনের ম্যাচ এবং তিনটি টি-২০ ম্যাচের জন্য ৩.৭৯ কোটি টাকা খরচের অনুমতি চেয়ে আবেদন জানানো হয়। কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি টি এস ঠাকুর, বিচারপতি এ এম খানবিলকর ও বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ সংক্ষিপ্ত ওভারের ৬টি ম্যাচের জন্য ২৫ লক্ষ টাকা করে এবং মুম্বই ও চেন্নাই টেস্টের জন্য ১.৩৩ কোটি টাকা খরচ করার অনুমতি দিয়েছে।


লোঢা কমিটির সুপারিশ না মানায় গত ২১ অক্টোবর বোর্ডের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয় সুপ্রিম কোর্ট। এরপর ৮ নভেম্বর বোর্ডের আবেদনের ভিত্তিতে ৩ ডিসেম্বর পর্যন্ত টেস্ট ম্যাচগুলির জন্য ৫৮.৬৬ লক্ষ টাকা করে খরচ করার অনুমতি দেয় শীর্ষ আদালত। এবার ইংল্যান্ড সিরিজের বাকি ম্যাচগুলিতেও অর্থ খরচের অনুমতি পেল বোর্ড।

অর্থ খরচের অনুমতি দিলেও, প্রধান বিচারপতি বোর্ডের কাছ থেকে খরচের হিসেব চেয়েছেন। বোর্ডের আইনজীবী কপিল সিব্বল চলতি সিরিজে এখনও পর্যন্ত হওয়া খরচের হিসেব দেওয়ার চেষ্টা করেন। কিন্তু তাঁর কথা না শুনে প্রতিটি টেস্টের খরচের হিসেব দেওয়ার নির্দেশ দেন প্রধান বিচারপতি।