মুম্বই: ফুটবল, হকির মতো এবার থেকে ক্রিকেটেও আইনবিরুদ্ধ আচরণ করলে লাল কার্ড দেখানো হতে পারে। মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) বিশ্ব ক্রিকেট কমিটি এমনই প্রস্তাব দিয়েছে। এমসিসি-র প্রধান কমিটির কাছে এই প্রস্তাব পাঠানো হবে। সেই কমিটি এই প্রস্তাব অনুমোদন করলে ২০১৭ সালের ১ অক্টোবর থেকে ক্রিকেটে অভিনব ঘটনা দেখা যাবে।
আরও পড়ুন, একই ম্যাচে দুটি পিচ: সচিনের প্রস্তাব খারিজ এমসিসি-র
ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইক ব্রিয়ারলির নেতৃত্বাধীন এমসিসি-র বিশ্ব ক্রিকেট কমিটির দু দিনের বৈঠক বুধবার শেষ হয়েছে। এই বৈঠকে ক্রিকেটে বদল আনার জন্য একগুচ্ছ প্রস্তাব দেওয়া হয়েছে। ব্যাটসম্যানরা যাতে বাড়তি সুবিধা না পান সেটা নিশ্চিত করার জন্য ব্যাটের আকার ও গভীরতা বেঁধে দেওয়া, বল বিকৃতির ক্ষেত্রে কড়া শাস্তির ব্যবস্থা করার আইন আনা, টেস্ট ম্যাচ পাঁচ দিনের বদলে চার দিনের করা, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চালু করা, ফিল্ডারদের হেলমেটে বল লাগার ক্ষেত্রে এখনকার নিয়ম বদল করা নিয়ে আলোচনা হয়েছে এই বৈঠকে। অলিম্পিকে যাতে ক্রিকেট খেলা হয়, সেই চেষ্টাও করছে এমসিসি। এই সব প্রস্তাবই এবার প্রধান কমিটির অনুমোদনের জন্য পাঠানো হবে।
ব্রিয়ারলি ছাড়া এই কমিটির অন্য সদস্যরা হলেন রিকি পন্টিং, রামিজ রাজা ও জন স্টিফেনসন। বৈঠকে পন্টিং বলেন, ৬০ শতাংশ পেশাদার ক্রিকেটারই ব্যাটের আকার নির্দিষ্ট করে দেওয়ার পক্ষে। অনেকেই সহজে ছক্কা হাঁকানোর লক্ষ্যে ব্যাটের আকার বাড়িয়ে নেন। সেই কারণেই এবার ব্যাটের আকার নির্দিষ্ট করে দেওয়া উচিত। ব্রিয়ারলি বলেছেন, কোনও ক্রিকেটার খেলা চলাকালীন আম্পায়ারকে হুমকি দেওয়া, অন্য খেলোয়াড়, আম্পায়ার বা দর্শকদের আঘাত করার মতো গুরুতর শৃঙ্খলাভঙ্গ করলে আম্পায়ার তাঁকে লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে পাঠাতে পারবেন। ক্রিকেটে খেলা চলাকালীন শৃঙ্খলাভঙ্গের জন্য শাস্তির নিয়ম নেই। সেই কারণেই এই প্রস্তাব দেওয়া হয়েছে।
চার দিনের টেস্ট ম্যাচ নিয়ে অবশ্য এই কমিটির সদস্যরা একমত নন। ফলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে এমসিসি-র প্রধান কমিটি।
ক্রিকেটেও এবার লাল কার্ড!
Web Desk, ABP Ananda
Updated at:
07 Dec 2016 08:48 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -