নয়াদিল্লি: রাজ্য ক্রিকেট সংস্থাগুলিতে অর্থ-বণ্টনে বৈষম্যের অভিযোগ৷ সুপ্রিম কোর্টে ভর্ত্সিত বিসিসিআই৷ মনে হচ্ছে ক্রিকেটের মাধ্যমে টাকা উধাও করা হচ্ছে, মন্তব্য সর্বোচ্চ আদালতের৷
বোর্ডের কোটি কোটি টাকা কোথায়, কীভাবে খরচ হচ্ছে, তার খোঁজ রাখে না বিসিসিআই৷ মনে হচ্ছে ক্রিকেটের মাধ্যমে লোপাট করে দেওয়া হচ্ছে কোটি কোটি টাকা৷ কার্যত, এই ভাষাতেই এদিন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কড়া সমালোচনা করল সুপ্রিম কোর্ট৷ লোঢা কমিটির সুপারিশ বোর্ডে চালু করার বিষয়টি নিয়েই মঙ্গলবার শুনানি ছিল সুপ্রিম কোর্টে৷ সেখানেই রাজ্য ক্রিকেট সংস্থাগুলিকে দেয় আর্থিক অনুদান নিয়ে বৈষম্যের কথা উল্লেখ করে শীর্ষ আদালত৷
‘রাজ্য ক্রিকেট সংস্থাগুলিকে অর্থ-বন্টনে যে রীতিমত বৈষম্য রয়েছে, তা লোঢা কমিটির রিপোর্ট থেকেই স্পষ্ট৷ একদিকে, ১১ টি ক্রিকেট সংস্থা এক পয়সাও আর্থিক অনুদান পায়নি৷ অন্যদিকে গুজরাতের ৩ টি ক্রিকেট সংস্থাকে দেওয়া হয়েছে ৬৬ কোটি টাকা! শুধু তাই নয়, ওই অর্থ কীভাবে খরচ হবে, তাও সম্পূর্ণভাবে ছেড়ে দেওয়া হচ্ছে ক্রিকেট সংস্থার হাতে৷ তাদের থেকে কোনও হিসেবও চাওয়া হয়নি৷ খরচের খতিয়ান না চেয়ে বস্তুত তাদের দুর্নীতিগ্রস্ত করে তোলা হচ্ছে৷ মনে হচ্ছে ক্রিকেটের মাধ্যমে টাকা উধাও করে দেওয়া হচ্ছে৷’
লোঢা কমিটির রিপোর্ট সম্পর্কে টি এস ঠাকুর ও এফ এম কলিফুল্লাকে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চ এদিন বলে, বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলার পরই সুপারিশগুলি করেছেন তাঁরা৷ এই কমিটির উপর সম্পূর্ণ আস্থা রয়েছে আমাদের৷ মামলার পরবর্তী শুনানি শুক্রবার৷
অর্থ-বণ্টনে বৈষম্যের অভিযোগ, বিসিসিআইকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Apr 2016 05:32 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -