দক্ষিণ আফ্রিকা: শেষ বিশ্বকাপে আর খেলা হল না স্পিডস্টার ডেল স্টেইনের। কাঁধের চোটে স্বপ্নভঙ্গ হয়েছে প্রোটিয় তারকার। ২০১৯ বিশ্বকাপে একটি ম্যাচও না খেলেই ইংল্যান্ড থেকে বাড়ি ফিরতে হল ৩৫ বছরের স্টেইনকে। এই ঘটনায় শোকাহত তাঁর বাবা সক স্টেইন। ছেলের হয়ে আবেগঘন টুইটে তিনি লিখলেন, “আমি জানি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ নিয়ে তুমি কতটা উত্তেজিত ছিলে, তোমার জন্য খারাপ লাগছে। আজ আমার মতো অনেকেই তোমার জন্য কাঁদছে। আবার অনেকে খুশিও। মাথা উঁচু করে বাঁচো। অনেক ভালবাসা।”





বিগত আড়াই বছর ধরেই চোট আঘাতে ভুগছিলেন ডেল স্টেইন। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে সাধ্য মতো চেষ্টাও করেছিলেন। গত মরশুমে আইপিএল-ও খেলেছেন। তবে কাঁধের চোটে নাকাল হয়েছেন বারেবারে। মাঝপথ থেকেই ফিরে গিয়েছেন দেশে। এরপর নিজেকে একশো শতাংশ ফিট করতে সর্বোতভাবে চেষ্টাও করেছেন। ফিরেও ছিলেন আন্তর্জাতিক দলে। কিন্তু শেষবেলায় স্টেইনের বিশ্বকাপ খেলায় জল ঢেলে দিল সেই কাঁধের চোট। বুধবার সাউদাম্পটনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের ২৪ ঘণ্টা আগে প্রোটিয় অধিনায়ক ফাফ দু প্লেসি জানিয়ে দিলেন, চোটের কারণে ছিটকে যাচ্ছেন তাঁদের দলের সব থেকে অভিজ্ঞ ক্রিকেটার। স্টেইনের পরিবর্ত হিসেবে দলে সামিল করা হচ্ছে বাঁ হাতি সিমার হেনরিকসকে।





প্রসঙ্গত, এখনও পর্যন্ত দক্ষিণ আফ্রিকার হয়ে ১২৫টি ওয়ানডে খেলেছেন স্টেইন। তাঁর ঝুলিতে রয়েছে ১৯৬টি উইকেট। ৪৪টি টি-টোয়েন্টি খেলে স্টেইন পেয়েছেন ৬১টি উইকেট। সবথেকে নজরকাড়া পারফর্ম্যান্স টেস্টে। মাত্র ৯৬টি টেস্ট খেলে ডেল স্টেইনের সংগ্রহ ৪৩৯টি উইকেট।